You will be redirected to an external website

ম্যানগ্রোভ অরণ্য় কেটে বেআইনিভাবে বিল্ডিং! দক্ষিণ ২৪ পরগনায় কাঠগড়ায় শাসকদল

Illegal construction by cutting down mangrove forests! Ruling party in the dock in South 24 Parganas

জঙ্গল কেটে চলছে নির্মাণ


একদিকে মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য জুড়ে চলছে বনদপ্তরের 'সবুজ বাঁচাও, সবুজ দেখাও, সবুজের মাঝে বিবেক জাগাও' কর্মসূচি, আর অন্যদিকে অরণ্য সপ্তাহের মধ্যেই সরকারি জায়গা দখল করে ম্যানগ্রোভ কেটে বিল্ডিং তৈরির অভিযোগ তৃণমূলের নেতা ও কর্মাধ্যক্ষের বিরুদ্ধে। ঘটনা দক্ষিণ ২৪ পরগনা জেলায়।

সরকারি জায়গা দখল করে ম্যানগ্রোভ কেটে অবৈধ নির্মাণ তৈরির অভিযোগ উঠেছে শাসকদলেরই এক নেতার বিরুদ্ধে। অভিযোগের তির রায়দিঘি বিধানসভার মথুরাপুর ২ নম্বর পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ ও তৃণমূল নেতা সুমন মাইতি ওরফে বাপ্পা মাইতি এবং অপর তৃণমূল নেতা সত্যরঞ্জন গায়েন-এর দিকে। স্থানীয় ও বনদফতর সূত্রে খবর, রায়দিঘির মনি নদীর উপরের ব্রিজের পাশেই এই দুই তৃণমূল নেতা ম্যানগ্রোভ ধ্বংস করে নদীর চর দখল করে বেআইনিভাবে বিল্ডিং তৈরি করছেন। অভিযোগকারীরা বলছেন, একদিকে যখন সুমন মাইতি ঘটা করে আধিকারিকদের সঙ্গে বৃক্ষরোপণ করছেন, ঠিক তখনই তিনি পরিবেশ ধ্বংসের মতো গুরুতর কাজ করছেন।

এবার অরণ্য সপ্তাহের পবিত্রতার মধ্যেই সবুজ ধ্বংস করে ম্যানগ্রোভ কেটে বিল্ডিং তৈরির ঘটনায় তাঁর এবং সত্যরঞ্জন গায়েনের বিরুদ্ধে রায়দিঘি থানা ও বনদপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছে এলাকার মানুষ। এই ঘটনার পরিপ্রেক্ষি তে পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ  সুমন কুমার মাইতি বলেন, তার নামে কোনো জমিই নেই। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। কেউ বা কারা তার নামে মিথ্যা অভিযোগ ছড়াতে চাইছে।  

এখন দেখার বিষয়, প্রভাবশালী শাসক দলের এই নেতার বিরুদ্ধে প্রশাসন কী পদক্ষেপ গ্রহণ করে। পরিবেশ সুরক্ষার এই সময়ে দাঁড়িয়ে এমন অভিযোগ রাজ্য জুড়ে 'সবুজ বাঁচাও' কর্মসূচির উদ্দেশ্যকে প্রশ্নচিহ্নের মুখে ফেলে দিয়েছে।

AUTHOR :Sukanya Majumder

Sukanya Majumdar is a Copywriter and Social Media Desk Personnel at Express News. She holds a Bachelor's degree in Mass Communication from Burdwan University and a Diploma in Media Science from MAKAUT. Additionally, she has completed practical training in News Reading and Copy Editing from Fox Media School. With a strong foundation in both traditional and digital media, Sukanya brings clarity, creativity, and precision to every piece of content she crafts.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Jagdeep Dhankhar resigns from the post of Vice President! Political rumors start Read Next

উপরাষ্ট্রপতি পদ থেকে ইস...