You will be redirected to an external website

'দিলীপদা এবার একটু ভাবনাচিন্তা করুন...', আর রাখঢাক নয়, বিজেপি নেতাকে কী পরামর্শ দিলেন তৃণমূল সাংসদ?

Medinipur's Trinamool MP Jun Malia has further fueled the speculation.

বিজেপি নেতাকে কী পরামর্শ দিলেন তৃণমূল সাংসদ?

দিলীপ ঘোষের রাজনৈতিক ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে জল্পনার শেষ নেই৷ এরই মধ্যে সেই জল্পনা আরও বাড়িয়ে দিলেন মেদিনীপুরের তৃণমূল সাংসদ জুন মালিয়া৷ মেদিনীপুরেরই প্রাক্তন সাংসদ দিলীপের প্রতি তাঁর পরামর্শ, ‘দিলীপদাকে বলব একটু ভেবে দেখুন৷’

২০১৯ সালে মেদিনীপুরেরই সাংসদ নির্বাচিত হন দিলীপ ঘোষ৷ এর পর পর ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তাঁকে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্র থেকে প্রার্থী করে বিজেপি৷ কিন্তু তৃণমূলের কীর্তি আজাদের কাছে পরাজিত হন দিলীপ ঘোষ৷ এর পরই দলের মধ্যে আরও কোণঠাসা হয়ে পড়েন দিলীপ৷ দিলীপ ঘোষ দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার পর থেকেই তাঁর দল বদলের জল্পনা আরও জোরাল হয়৷ রাজ্য বিজেপি নেতৃত্বকেও নিশানা করতে থাকেন দিলীপ৷ তিনি নিজেই ২১ জুলাই বড় কিছু ঘটবে বলে জল্পনা উস্কে দেন৷

শমীক ভট্টাচার্য বিজেপি-র নতুন রাজ্য সভাপতি হওয়ার পর দিলীপ ঘোষকে সক্রিয় করতে উদ্যোগী হন৷ কিন্তু তারপরেও গতকাল দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় দলের পক্ষ থেকে আমন্ত্রণ পাননি দিলীপ৷ তার বদলে তাঁকে দিল্লিতে ডেকে পাঠান বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা৷ সূত্রের খবর, সেই সাক্ষাতে তাঁর আচরণ এবং বিতর্কিত মন্তব্যে দল যে অখুশি, সেই বার্তাই দেওয়া হয়েছে দিলীপকে৷ তাঁর মুখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসাও যে দল ভালভাবে নেয়নি, তাও জানিয়ে দেওয়া হয় দিলীপকে৷

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Landslide on National Highway 19 disrupts traffic in mining area Read Next

১৯ নম্বর জাতীয় সড়কের উপ...