বিজেপি নেতাকে কী পরামর্শ দিলেন তৃণমূল সাংসদ?
দিলীপ ঘোষের রাজনৈতিক ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে জল্পনার শেষ নেই৷ এরই মধ্যে সেই জল্পনা আরও বাড়িয়ে দিলেন মেদিনীপুরের তৃণমূল সাংসদ জুন মালিয়া৷ মেদিনীপুরেরই প্রাক্তন সাংসদ দিলীপের প্রতি তাঁর পরামর্শ, ‘দিলীপদাকে বলব একটু ভেবে দেখুন৷’
২০১৯ সালে মেদিনীপুরেরই সাংসদ নির্বাচিত হন দিলীপ ঘোষ৷ এর পর পর ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তাঁকে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্র থেকে প্রার্থী করে বিজেপি৷ কিন্তু তৃণমূলের কীর্তি আজাদের কাছে পরাজিত হন দিলীপ ঘোষ৷ এর পরই দলের মধ্যে আরও কোণঠাসা হয়ে পড়েন দিলীপ৷ দিলীপ ঘোষ দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার পর থেকেই তাঁর দল বদলের জল্পনা আরও জোরাল হয়৷ রাজ্য বিজেপি নেতৃত্বকেও নিশানা করতে থাকেন দিলীপ৷ তিনি নিজেই ২১ জুলাই বড় কিছু ঘটবে বলে জল্পনা উস্কে দেন৷
শমীক ভট্টাচার্য বিজেপি-র নতুন রাজ্য সভাপতি হওয়ার পর দিলীপ ঘোষকে সক্রিয় করতে উদ্যোগী হন৷ কিন্তু তারপরেও গতকাল দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় দলের পক্ষ থেকে আমন্ত্রণ পাননি দিলীপ৷ তার বদলে তাঁকে দিল্লিতে ডেকে পাঠান বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা৷ সূত্রের খবর, সেই সাক্ষাতে তাঁর আচরণ এবং বিতর্কিত মন্তব্যে দল যে অখুশি, সেই বার্তাই দেওয়া হয়েছে দিলীপকে৷ তাঁর মুখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসাও যে দল ভালভাবে নেয়নি, তাও জানিয়ে দেওয়া হয় দিলীপকে৷