You will be redirected to an external website

ক্যানসার চিকিৎসায় ভারতের যুগান্তকারী সাফল্য! লিভার ক্যানসারকে হারালেন ১৭ বছরের কিশোর...

ক্যানসার চিকিৎসায় ভারতের যুগান্তকারী সাফল্য!

নসার চিকিৎসায় ভারতের যুগান্তকারী সাফল্য!

ভারতের ক্যানসার চিকিৎসায় এক যুগান্তকারী সাফল্যের সাক্ষী থাকল টাটা মেমোরিয়াল ক্যানসার ইনস্টিটিউট। দেশের ইতিহাসে এই প্রথমবার, ১৭ বছরের এক কিশোরকে আল্ট্রা নিউক্লিয়ার থেরাপির মাধ্যমে লিভার ক্যানসার থেকে সম্পূর্ণ মুক্ত করা হয়েছে।এই সাফল্য শুধু ভারতের নয়, গোটা বিশ্বের জন্য একটি দৃষ্টান্ত হতে পারে। এতদিন যা শুধু উন্নত দেশগুলোতেই সম্ভব ছিল বলে মনে করা হতো, এবার ভারত প্রমাণ করল যে উন্নত প্রযুক্তি ও পরিকল্পনার মাধ্যমে কঠিন রোগেরও চিকিৎসা সম্ভব। এই থেরাপিতে কোনও অস্ত্রোপচারের প্রয়োজন হয়নি এবং এখন পর্যন্ত যারা এই পদ্ধতিতে চিকিৎসা করিয়েছেন, সকলেই সুস্থ হয়েছেন।0

মুম্বইয়ের টাটা মেমোরিয়াল ক্যানসার হাসপাতালের ACTREC বিভাগের চিকিৎসকরা তিন মাস আগে থেকেই পরিকল্পনা করেছিলেন। ১৪ বছর বয়সে প্রথমবার ওই কিশোরের ক্যানসার ধরা পড়ে। কিছুদিন ভালো থাকার পর ফের ফিরে আসে সেই মারাত্মক রোগ। এরপর সিদ্ধান্ত নেওয়া হয় তাকে ‘আল্ট্রা নিউক্লিয়ার থেরাপি’ দেওয়া হবে।এই কিশোরের রোগ ছিল একটি দুর্লভ ও আক্রমণাত্মক ধরনের ক্যানসার, ‘নিউরোব্লাস্টোমা’। তাকে দেওয়া হয় ১৩১-আইডিন MIBG থেরাপি, যার ডোজ ছিল ৮০০ মিলিকিউরি—এখনও পর্যন্ত ভারতে কোনো রোগীর ক্ষেত্রে ব্যবহৃত সর্বোচ্চ রেডিওএক্টিভ মাত্রা। যেখানে সাধারণ সীমা ৩০০ mCi, সেখানে এটি ছিল প্রায় তিনগুণ।

এই থেরাপির জন্য AERB (Atomic Energy Regulatory Board)-এর অনুমতি নেওয়া হয় এবং একটি বিশেষ আইসোলেশন ওয়ার্ড তৈরি করা হয় যাতে অন্য রোগীদের রেডিয়েশনের প্রভাব না লাগে। কারণ এত তীব্র রেডিয়েশনের ফলে শরীরের বোন ম্যারো সম্পূর্ণ নষ্ট হওয়ার ঝুঁকি থাকে।চিকিৎসকরা সেই ঝুঁকি এড়াতে অভিনব পদ্ধতি অবলম্বন করেন। রোগীর শরীর থেকে বোন ম্যারো সংগ্রহ করে তা সংরক্ষণ করা হয়। এরপর রেডিয়েশন থেরাপি দেওয়ার পর সেই বোন ম্যারো ফের শরীরে প্রতিস্থাপন করা হয়। এই পুরো প্রক্রিয়াটি অত্যন্ত সতর্কতার সঙ্গে সম্পন্ন হয়।

চিকিৎসার সময় ওই কিশোরকে পাঁচদিন সম্পূর্ণ একা একটি রেডিয়েশন আইসোলেশন ঘরে রাখা হয়। চিকিৎসক ও হাসপাতাল কর্মীরা সর্বোচ্চ নিরাপত্তা বজায় রেখে তার চিকিৎসা করেন। চিকিৎসার পর ছেলেটির শারীরিক অবস্থার উন্নতি হতে থাকে এবং পরে তাকে সম্পূর্ণ ক্যানসারমুক্ত ঘোষণা করা হয়।এই ঘটনা ভারতীয় চিকিৎসা জগতে এক নতুন আশার দিগন্ত খুলে দিয়েছে। চিকিৎসকরা প্রমাণ করে দিলেন যে সঠিক প্রযুক্তি, আন্তঃদেশীয় সহযোগিতা ও নিখুঁত পরিকল্পনার মাধ্যমে কঠিন ক্যানসারেরও চিকিৎসা সম্ভব। ভবিষ্যতে বহু রোগীর কাছে এই প্রযুক্তি আশার আলো হয়ে উঠবে।AIIMS-এর অনকোলজিস্ট রোহিত আনন্দ বলেছেন, "এই ধরণের ক্যানসারকে সম্পূর্ণভাবে সারানো সত্যিই এক বিরল ঘটনা। আল্ট্রা নিউক্লিয়ার থেরাপি ভারতীয় চিকিৎসা ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচন করেছে"....

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Women trafficking ring busted in Siliguri! 34 young women rescued Read Next

শিলিগুড়িতে নারী পাচার ...