প্রধানমন্ত্রীর ইন্টার্নশিপ স্কিম ২০২৫
যুব সমাজের হাতেকলমে কাজ শেখার সুযোগ তুলে দিতে কেন্দ্র সরকার আনতে চলেছে প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিম ২০২৫ (PM Internship Scheme 2025)। কর্পোরেট অ্যাফেয়ার্স মন্ত্রকের উদ্যোগে এই প্রকল্পে নির্বাচিত তরুণ-তরুণীরা দেশের শীর্ষস্থানীয় সংস্থাগুলিতে এক বছরের ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন, সঙ্গে প্রতি মাসে ৫০০০ টাকা ভাতা পাবেন।
কবে শুরু হচ্ছে আবেদন? কতদিন সুযোগ থাকবে (PM internship scheme 2025 last date)
সরকারি ঘোষণা এখনও হয়নি। তবে জানা গিয়েছে, আগস্ট ২০২৫-এর শুরুতেই দ্বিতীয় দফার আবেদনপর্ব চালু হতে পারে।
কোথায় আবেদন করবেন? (PM internship scheme 2025 registration)
শুধুমাত্র সরকারি পোর্টালেই আবেদন করা যাবে। pminternship.mca.gov.in ((pm internship scheme 2025 login)
কে করতে পারবেন আবেদন?
বয়স ২১ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা হিসেবে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, ডিপ্লোমা বা বিএ, বিএসসি, বিকম, বিবিএ বিসিএ, বিফার্মা ইত্যাদি গ্র্যাজুয়েট ডিগ্রি গ্রহণযোগ্য। আবেদনকারীর সম্পূর্ণ সময়ের পড়াশোনা বা চাকরি চলা চলবে না।
কারা বাদ?
যাঁরা আইআইটি, আআইএম, ট্রিপল আইটি, আইসার বা এনএলইউ-র মতো প্রতিষ্ঠানে গ্র্যাজুয়েট।
চার্টার্ড অ্যাকাউন্ট্যান, এমবিএ বা পিএইচডি বা কোনও মাস্টার্স ডিগ্রিধারী
যাঁদের পরিবারের বার্ষিক আয় ৮ লক্ষ টাকার বেশি (২০২৩-২৪ অর্থবর্ষে)
পরিবারে কেউ স্থায়ী সরকারী চাকরিতে নিযুক্ত (চুক্তিভিত্তিক নন)
কোন কোন ক্ষেত্রে ইন্টার্নশিপের সুযোগ?
আইটি (IT), ব্যাঙ্কিং, ফার্মা, এনার্জি, পরিকাঠামো, রিটেল, এভিয়েশন, ফুড, গার্মেন্টস, পরামর্শদাতা সংস্থা, হেলথকেয়ার, মিডিয়া সহ ২০টির বেশি শিল্পক্ষেত্রে ইন্টার্নশিপের সুযোগ রয়েছে। অংশগ্রহণকারী শীর্ষ সংস্থাগুলির মধ্যে রয়েছেন:
টিসিএস (TCS), রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (Reliance Industries), হিন্দুস্তান ইউনিলিভার (Hindustan Unilever), আইটিসি লিমিটেড (ITC Limited), দ্য টাইমস গ্রুপ (The Times Group)।
ইন্টার্নশিপে ভাতা মিলবে মাসে ৫০০০ টাকা। এর মধ্যে ৪৫০০ টাকা সরকার সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাবে। ৫০০ টাকা দেবে সংস্থা।
দরকারি কাগজপত্র ((pm internship scheme 2025 documents needed)
আধার কার্ড, শিক্ষাগত সার্টিফিকেট (ফাইনাল মার্কশিট গ্রহণযোগ্য)
কীভাবে আবেদন করবেন?
pminternship.mca.gov.in-এ গিয়ে Registerএ ক্লিক করুন। ফর্ম পূরণ করে রেজিস্ট্রেশন করুন। রেজ্যুমে তৈরি করুন। পছন্দসই ৫টি শিল্পক্ষেত্র ও পদ বেছে নিয়ে আবেদন করুন। কনফার্মেশন পেজ ডাউনলোড করে ভবিষ্যতের জন্য রেখে দিন।
কিছু গুরুত্বপূর্ণ তথ্য:
ইন্টার্নশিপের মেয়াদ ১ বছর
নিয়মিত মূল্যায়ন করা হবে; কৃতী ইন্টার্নদের পুরস্কৃতও করা হতে পারে
সফলভাবে ইন্টার্নশিপ সম্পূর্ণ করলে পুনরায় আবেদন করা যাবে পরের বছর
মাঝপথে ইন্টার্নশিপ ছেড়ে দিলে ১ বছরের জন্য ব্লক করা হবে
এই স্কিমে চাকরি নিশ্চিত নয়, নির্ভর করে সংস্থার বিবেচনায়
যদি সমস্যা হয়?
পোর্টালের ‘File a Grievance’ অপশনে গিয়ে অভিযোগ জানান।
Helpline: 1800 11 6090, Email: pminternship@mca.gov.in
এই প্রকল্পে সরকারের লক্ষ্য দেশের তরুণ প্রজন্মকে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে কর্মসংস্থানে উৎসাহিত করা। আবেদনকারীদের সতর্কতার সঙ্গে শর্তগুলি পড়ে তবেই আবেদন করার পরামর্শ দিয়েছে সরকার।