You will be redirected to an external website

ভাইরাল ভিডিওয় কি দিলীপ ঘোষ? জল্পনা তুঙ্গে

Is Dilip Ghosh in the viral video Speculation is rife

ভাইরাল ভিডিওয় কি দিলীপ ঘোষ? জল্পনা তুঙ্গে

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। ঘনিষ্ঠ মুহূর্তের, একান্তই ব্যক্তিগত মুহূর্তের। ঘরের ভিতরের ভিডিও বাইরে ছড়িয়ে পড়তেই শোরগোল। সোশ্যাল মিডিয়া জুড়ে মন্তব্যের ছড়াছড়ি। নানা জনের নানা মত। কেউ ছি ছি করছেন। কেউ আবার বলছেন, এভাবে ব্যক্তিগত ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া উচিত হয়নি। কীভাবে একান্ত ব্যক্তিগত ভিডিও বাইরে এল, তা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকেই। অনেকেই জানতে চাইছেন, ভিডিওতে কি সত্যি তিনিই?

এত প্রশ্ন, কারণ, অনেকের মত, ভিডিওতে যাঁকে দেখা গিয়েছে, তিনি অন্য কেউ নন, স্বয়ং বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, বঙ্গ বিজেপির এক সময়ের রাশ ধরে রাখা দিলীপ ঘোষ। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন। ভিডিওতে যাঁকে দেখা যাচ্ছে, তিনি কি সত্যিই দিলীপ ঘোষ? নাকি ভিডিও এআই নির্মিত? সত্যিটা কী?

 

এই ভিডিও ছড়িয়ে পড়তেই বেশ কিছু প্রশ্ন উঠে আসছে। তারমধ্যে অবশ্যই অন্যতম, যদি এই ভিডিও দিলীপ ঘোষের হয়, তাহলে এই একান্ত ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দিলেন কে বা কারা? যদি এই ভিডিও দিলীপের না হয়, তাহলে তাঁকে নিশানা করে এই কাজ কে করলেন? বা কারা করলেন? যাঁরা করলেন তাঁদের উদ্দেশ্য কী? দিলীপকে কালিমালিপ্ত করা? যদি তাই হয়? তাহলে কেন? কেন বারবার রাজনীতি থেকে ব্যক্তিগত জীবন আক্রমণের মুখে পড়তে হচ্ছে তাঁকে? লক্ষ্য কি তবে ঘরে-বাইরে একেবারে কোণঠাসা করে দেওয়া? বঙ্গ বিজেপি থেকে একেবারে মুছে দেওয়া দিলীপের নাম?

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

'Don't come home after being beaten', Mithun warns booth-level BJP workers to fight back Read Next

'মার খেয়ে বাড়ি আসবেন না', ...