You will be redirected to an external website

জগদীপ ধনখড়কে ‘গৃহবন্দি’ করে রাখা হয়েছে? ইস্তফা নিয়ে অবশেষে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী

Jagdeep Dhankhar suddenly resigned from the post of Vice President.

জগদীপ ধনখড়কে ‘গৃহবন্দি’ করে রাখা হয়েছে?

হঠাৎ উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিয়েছিলেন জগদীপ ধনখড়। সেই নিয়ে তুমুল চর্চা, বিতর্কও হয়। কেন্দ্রের সঙ্গে ধনখড়ের বিবাদের জল্পনাও উঠে আসে। সরকারের তরফে সে সময়ে কোনও বিবৃতি মেলেনি। এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই বিষয় নিয়ে মুখ খুললেন। বললেন, “এই বিষয়টি দীর্ঘায়িত করা উচিত নয়।”

সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে জগদীপ ধনখড়ের কাজের প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, “ধনখড়জি যখন সাংবিধানিক পদে ছিলেন, তার সময়কালে তিনি সংবিধান অনুযায়ী ভাল কাজ করেছেন। ধনখড় সাহেবের ইস্তফাপত্রে স্পষ্ট যে শারীরিক অসুস্থতার কারণে তিনি ইস্তফা দিয়েছেন। তিনি প্রধানমন্ত্রী, অন্যান্য মন্ত্রী ও সরকারের বাকি সদস্যদেরও ধন্যবাদ জানিয়েছেন। এই বিষয়টি আর দীর্ঘায়িত করা উচিত নয়।”

গত মাসেই উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় পদ থেকে ইস্তফা দেন শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে। ফের উপরাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে। আগামী ৯ সেপ্টেম্বর নির্বাচন। এনডিএ-র প্রার্থী হয়েছেন মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন, বিরোধী পক্ষের প্রার্থী হয়েছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডি।

 

ধনখড়ের ইস্তফার পরই বিরোধীদের দাবি ছিল, সরকারের পরিকল্পনা মতো না চলাতেই চাপ সৃষ্টি করা হয়েছিল তাঁর উপরে। গত সপ্তাহেই কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী কেন্দ্রকে আক্রমণ করে প্রশ্ন তোলেন যে জগদীপ ধনখড় কেন লুকিয়ে রয়েছেন? ধনখড়ের ইস্তফার পিছনে বড় ষড়যন্ত্র রয়েছে বলেও দাবি করেন। বলেন, “এমন একটা সময়ে বাস করছি আমরা, যে ব্যক্তি রাজ্যসভা পরিচালন করতেন, তিনি হঠাৎ চুপ করে গেলেন।”

সত্যিই কি জগদীপ ধনখড়কে গৃহবন্দি করে রাখা হয়েছে? এই প্রশ্নের উত্তরে অমিত শাহ বলেন যে শুধুমাত্র বিরোধীদের বক্তব্যের উপরে সত্য-মিথ্যা বিচার করা উচিত নয়।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

We will not bow to Washington on tariffs. Despite American economic pressure, our government will find the right path. Read Next

‘ওয়াশিংটনের কাছে মাথা ন...