You will be redirected to an external website

আইটিসি-কে আইনি ছাড়পত্র, নিউটাউনে তৈরী হবে আইটি ক্যাম্পাস জানালেন মুখ্যমন্ত্রী

ITC gets legal clearance, IT campus to be built in Newtown, says CM

আইটি ক্যাম্পাস

রাজ্যে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে সুখবর। নিউটাউনে ক্যাম্পাস তৈরিতে আইটিসি-কে আইনি ছাড়পত্র দিল এনকেডিএ। সূত্রের খবর ওই জায়গায় প্রায় ৫০০০ কর্মস্থানের সুযোগ রয়েছে বলে দাবি করে এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রতি বছর বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে প্রচুর বিনিয়োগের প্রস্তাব আসে বাংলায়। পরিকাঠামো উন্নয়নের মাধ্যমে বাংলা এখন শিল্প বিস্তারের আদর্শ ক্ষেত্র হয়ে উঠেছে বলে দাবি শাসক দলের। বাণিজ্য সম্মেলনের মঞ্চে বারবার সেই বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বাংলায় কাজ করার জন্য শিল্পপতিদের আহ্বান জানান। মুখ্যমন্ত্রীর কথায় ভরসা রেখে, তাঁর ডাকে সাড়া দিয়ে ২০২৫ সালের বিশ্ববঙ্গে বাণিজ্য সম্মেলনের পর বড় শিল্প সংস্থা আইটিসি এখানে বিনিয়োগের কথা জানিয়েছিল। রাজ্যের তরফে নিউটাউনে জমিও দেওয়া হয়। নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি বা NKDA এবার সেই জমি আইনি অধিগ্রহণের ছাড়পত্র দিল।

মুখ্যমন্ত্রীর পোস্টে উল্লেখ তথ্য অনুযায়ী, রাজ্যে প্রায় সাড়ে ১৪ লক্ষ বর্গফুট এলাকার উপর তৈরি ক্যাম্পাসে তিনটি ভবন রয়েছে। যার একটি অফিস টাওয়ার,একটি ব্যবসায়ীদের সহায়তা কেন্দ্র এবং আরেকটি নলেজ ক্যাম্পাস। সব মিলিয়ে ১৪.৫ লক্ষ বর্গফুটেরও বেশি জায়গা জুড়ে এই ভবনটি তৈরি হয়েছে। প্রায় ১২০০ কোটি টাকা বিনিয়োগ হবে। সরাসরি কর্মসংস্থান হবে ৫০০০ তথ্যপ্রযুক্তি কর্মীর।

AUTHOR :Express News Desk

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Woman loses crores of rupees in 'digital arrest' disguised as Mumbai police Read Next

মুম্বাই পুলিশ সেজে ‘ডিজ...