দেশের উপরাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করলেন জগদীপ ধনখড়
বাদল অধিবেশনের মাঝখানেই এল খবর৷ সোমবার স্বাস্থ্যগত কারণ দেখিয়ে উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিলেন জগদীপ ধনখড়৷
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পাঠানো পদত্যাগপত্রে তিনি বলেন: “স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়ার জন্য এবং চিকিৎসকের পরামর্শ মেনে, আমি সংবিধানের ৬৭(ক) অনুচ্ছেদ অনুসারে অবিলম্বে কার্যকরভাবে ভারতের উপরাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করছি।”
ধনখড় জানান, বর্তমানে দেশে যে অভূতপূর্ব অর্থনৈতিক অগ্রগতির পরিবেশ তৈরি হয়েছে, যে তাৎপর্যপূর্ণ উন্নয়ন যজ্ঞ চলছে, তা প্রত্যক্ষ করতে পারা তাঁর জন্য খুব গর্বের বিষয়৷ এই পরিবর্তনের ‘কালে’ দেশের ইতিহাসের অংশ হতে পেরে তিনি সম্মানিত৷প্রসঙ্গত, ২০২২ সালে ভারতের উপরাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব নেওয়ার আগে পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্ব পালন করেছিলেন ধনখড়৷ তৃণমূল সরকারের সঙ্গে তাঁর নানা সংঘাত পূর্ণ অধ্যায় একুশের নির্বাচনের আগে বিশেষ তাৎপর্যপূর্ণ ছিল বলে মনে করেছিলেন রাজনীতির কারবারিরা৷