You will be redirected to an external website

মমতাকে ডি'লিট দিচ্ছে জাপানি বিশ্ববিদ্যালয়, বুধবার ধনধান্য অডিটোরিয়ামে সম্মাননা গ্রহণ

Chief Minister Mamata Banerjee is set to be honoured again on the international stage.

মমতাকে ডি'লিট দিচ্ছে জাপানি বিশ্ববিদ্যালয়,

আন্তর্জাতিক মঞ্চে ফের সম্মানিত হতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জাপানের এক স্বনামধন্য বিশ্ববিদ্যালয় (Japanese university) তাঁর সামাজিক উন্নয়ন, নারী ক্ষমতায়ন, সংস্কৃতি ও মানবিকতার কাজে অবদানের স্বীকৃতিস্বরূপ দিচ্ছে ডি'লিট (D'Lit)। 

আগামিকাল, বুধবার বিকেল সাড়ে চারটায়, শহরের ধনধান্য অডিটোরিয়ামে (Dhandhanya Auditorium) এই সম্মাননা গ্রহণ করবেন মুখ্যমন্ত্রী।

রাজ্য সরকার সূত্রে জানা গিয়েছে, জাপানি বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধিদল ইতিমধ্যেই কলকাতায় পৌঁছে গিয়েছে। সংস্কৃতি-বিনিময়, শিক্ষা ক্ষেত্রের যৌথ গবেষণা এবং বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণের বিষয়েও মমতার সঙ্গে তাদের একাধিক বৈঠক হওয়ার কথা রয়েছে।

রাজনৈতিক মহলের মতে, আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলা এবং মুখ্যমন্ত্রীর প্রতি বাড়তি আস্থারই প্রতিফলন এই সম্মান। রাজ্যে বিনিয়োগ ও প্রযুক্তির প্রসারের ক্ষেত্রেও এই উদ্যোগ ইতিবাচক বার্তা দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ধনধান্য অডিটোরিয়ামে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষাবিদ, শিল্পী এবং আমন্ত্রিত গণ্যমান্য ব্যক্তিরা। সরকারি কর্মসূচি হলেও আয়োজন ঘিরে উৎসাহ চোখে পড়ছে প্রশাসন ও সাংস্কৃতিক মহলে।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Former state education minister Partha Chatterjee was finally released from jail on Tuesday after spending more than 3 years in prison in a recruitment scam case Read Next

কাজে ফিরবেন, 'বিচার' চাইত...