You will be redirected to an external website

পূর্ব বর্ধমানে অনুষ্ঠিত হলো কার্গিল বিজয় দিবস

Kargil Victory Day celebrated in East Burdwan

কার্গিল বিজয় দিবস পালন

কার্গিল বিজয় দিবস উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার এক মাত্র শহিদ সেনাদের স্মৃতিসৌধতে শ্রদ্ধা জানিয়ে উদযাপন করা হলো এই বিশেষ দিনটি। ১৯৯৯ সালের ২৬ শে জুলাই শত্রুপক্ষকে হারিয়ে বিজয় পেয়েছিল ভারতীয় সেনা। টানা ৭৪দিন যুদ্ধের পর দেশের পতাকা উড়িয়েছিল ভারতীয় সেনা। সে কারণেই এই বিশেষ দিন কার্গিল বিজয় দিবস হিসেবে পালন করা হয় গোটা দেশ জুড়ে।  একই ছবি দেখা গেল পূর্ব বর্ধমানে।

কার্গিলে শহিদ সেনাদের শ্রদ্ধা জানিয়ে পশ্চিমবঙ্গের এক মাত্র পূর্ব বর্ধমান জেলার কালনার কোয়ালডাঙ্গায় তৈরী করা হয় এক স্মৃতীসৌধ। এই বিশেষ দিনে সেখানেই নানান অনুষ্ঠানের মাধ্যমে শহিদ সেনাদের শ্রদ্ধাজ্ঞাপণ করা হয়।  সকালে জাতীয় পতাকা উত্তোলন করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার পরবর্তী সময় অংকন প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে দিনভোর। উদ্যোক্তাদের তরফে প্রধান উদ্যোক্তা তথা কারগিল ফাইটার সাব মেজর নরেশ চন্দ্র দাস তিনি বলেন, কারগিল যুদ্ধে  ৫২৭ জন শহীদ হয়েছিলেন। ১৯৯৯ সালের ২রা মে শুরু হয়েছিল কারগিল যুদ্ধ শেষ হয় আজকের দিনে আর সেই দিনটিকে স্মরণ করে এই বিজয় উৎসবের আয়োজন।

এই অনুষ্ঠানে অংশ নেয় স্থানীয় ছাত্র ছাত্রীরাও। জাতীয় পতাকা উত্তোলন করে, জাতীয় সঙ্গিত পরিবেশন করে প্যারাডের মাধ্যমে তারা শ্রদ্ধা জানায় শহিদ সেনারদের প্রতি। অংশ নেন স্থানীয় মানুষ এবং পুলিশ কর্মীরাও।

কার্গিল যুদ্ধ ইতিহাসের পাতায় উঠে এসেছে ভারতীয় বীর সেনাদের আত্মত্যাগ ও সাহসের জন্য। বিশ্বের সব থেকে উচ্চ স্থানে হওয়া যুদ্ধ গুলির মধ্যে প্রথম। ৭৪ দিন ধরে চলা এই যুদ্ধে শহিদ হয়েছিলেন ৫০০-রও বেশি ভারতীয় সেনা। যাদের পরিবার আজও প্রিয়জন হারানোর হাহাকার নিয়ে বেঁচে রয়েছেন।

AUTHOR :Sukanya Majumder

Sukanya Majumdar is a Copywriter and Social Media Desk Personnel at Express News. She holds a Bachelor's degree in Mass Communication from Burdwan University and a Diploma in Media Science from MAKAUT. Additionally, she has completed practical training in News Reading and Copy Editing from Fox Media School. With a strong foundation in both traditional and digital media, Sukanya brings clarity, creativity, and precision to every piece of content she crafts.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

A Bihar woman chewed a poisonous cobra with her baby teeth Read Next

এ যেন উলটপুরাণ! দুধের দাঁ...