হাসিনা কতদিন ভারতে থাকতে পারবেন, স্পষ্ট করে জানালেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর |
আমাকেও কিছু টাকা দেখান ম্যাম, নির্মলাকে নির্মল রসিকতা কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমরের
নির্মলাকে নির্মল রসিকতা কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমরের
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন শনিবার জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার ভূয়সী প্রশংসা করেন। কেন্দ্রশাসিত অঞ্চলের ডুবন্ত অর্থনীতিকে চাঙ্গা করে তোলাকে পাখির চোখ করায় ওমরের সুখ্যাতি করেন নির্মলা। হিন্দুস্থান টাইমসের একটি সেমিনারে সীতারামনের প্রশংসার জবাবে ধীরস্থির, শান্ত মুখে মুখ্যমন্ত্রী একেবারে রসিকতার ছলে জবাব দেন, দয়া করে আমাকেও কিছু টাকা দেখান ম্যাডাম।
নির্মলা এদিন ওই একই সেমিনারে দেশের আর্থিক পথরেখার কথা বলতে গিয়ে জম্মু-কাশ্মীরের কথা নির্দিষ্ট করে প্রশংসা করেন। তাঁর দাবি, কেন্দ্রীয় শাসনের অন্তর্গত এই রাজ্যে কীভাবে আর্থিক বিকাশ ঘটেছে। জম্মু-কাশ্মীর ব্যাঙ্কের পুনর্গঠন হয়েছে। তিনি বলেন, আমি অবশ্যই ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রীকে, যিনি আমার সঙ্গে দুবার দেখা করেছেন। তাঁর সাক্ষাতের মূল উদ্দেশ্যই ছিল, সেখানকার অর্থনীতিকে পুনর্জীবিত করে তোলা। পর্যটন শিল্পকে চাঙ্গা করা।
ওই সেমিনারেই ওমরও খোলা মনে নির্মলা সীতারামনের প্রশংসাকে মাথা পেতে নেন। তারপরেই আসল প্রসঙ্গের অবতারণা করে বলেন, এখন পরবর্তী কাজ হচ্ছে- ম্যাডাম দয়া করে আমাকেও কিছু টাকার মুখ দেখতে দিন। কারণ কেন্দ্র থেকে অর্থ সরবরাহ একেবারে কমে গিয়েছে। কেন্দ্র তাঁর সরকারের প্রতি সদয়, একথার জবাব তো আমাকে ভোটদাতাদের দিতে হবে।
ওমর বলেন, তিনি যে সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাতে তিনি খুশি। ভাল, মন্দ বা কুৎসিত যাই হোক আমি কখনই নিজের পদক্ষেপে লজ্জিত হই না। দায়িত্ব এড়িয়ে যাই না। যদি কেন্দ্রের সঙ্গে সম্পর্ক ভাল রেখে আমাদের মানুষের জন্য কাজের সুযোগ থাকে তা করতে আমি পিছপা নই। তাই বলে এর অর্থ এই নয় যে, আমি বিজেপির সঙ্গে গা মাখামাখি করছি। বিজেপির চোখের দিকে চোখ তুলেও আমি তাকাই না। রাজনীতিতে আমি বিজেপির বিরোধিতা করেই যাব। তবে একইসঙ্গে রাজ্যের মানুষের মঙ্গলের জন্য কেন্দ্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতেও ভয় পাই না।
জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এদিন জোর দিয়ে বলেন যে, জঙ্গি হামলার পর গোটা সম্প্রদায়ের মুখে একই তুলিতে কালি লেপন করা যায় না। সেটা অন্যায়। দিল্লিতে লালকেল্লার কাছে বিস্ফোরণের পর কাশ্মীরিদের বিরুদ্ধে ঘৃণাপোষণ করা হচ্ছে। ঠিক এমনটাই ঘটেছিল পহলগামে জঙ্গিহানার পরেও। কাশ্মীরিদের হেনস্তা করা হচ্ছে, বিরক্ত করা হচ্ছে, আতঙ্কিত করা চলছে। এদিন দিল্লিতে আয়োজিত সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের আলোচনাসভা হিন্দুস্থান লিডারশিপ সামিট ২০২৫-এ ভাষণে একথা বলেন ওমর।