You will be redirected to an external website

একধাক্কায় ৯ ডিগ্রি! বাংলায় কবে থেকে হাড়কাঁপানো শীত পড়বে জানুন

Christmas holidays are just around the corner. If the cold weather doesn't set in, you won't be able to enjoy a picnic.

বাংলায় কবে থেকে হাড়কাঁপানো শীত পড়বে জানুন

সামনেই বড়দিনের ছুটি। জাঁকিয়ে শীত না পড়লে পিকনিকে গিয়েও মজা পাওয়া যাবে না। তবে এবার সুখবর দিল আবহাওয়া দফতর। বাধা কাটছে ক্রমশ।পশ্চিমী ঝঞ্ঝা সরলেই জমিয়ে শীত পড়বে বাংলায়। কুয়াশার দাপট কমে স্বমহিমায় ফিরবে ‘শুকনো’ শীত। বড়দিনের ঠিক পরই ১৩ ডিগ্রিতে নামতে পারে কলকাতার পারদ। ৯ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে পশ্চিমাঞ্চল বা পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা। বছরের শেষ পর্যন্ত শীতের আমেজে কোনও বড় বাধা আর নেই বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়াবিদদের অনুমান ছিল, হিমেল হাওয়ার পথে কাঁটা হয়ে থাকবে এই  ঝঞ্ঝা। ফলে বড়দিনে তার আগে-পরে শীত পড়বে কি না, তা নিয়ে সন্দেহ ছিল। ঝঞ্ঝা জেরেই গত কয়েকদিন পঞ্জাব থেকে বাংলা পর্যন্ত কুয়াশা বলয় তৈরি হয়েছিল। কুয়াশার দাপটে গত শনিবার নদিয়ায় নামতেই পারেনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিমান।অবশ্য এই ঝঞ্ঝা এবার সরে যাওয়ার সময় হয়েছে বলেই জানিয়ে দিয়েছে হাওয়া অফিস।

এদিকে, শীতের ভরা মরসুমে দার্জিলিঙে পারদ নেমেছিল ৫ ডিগ্রি সেলসিয়াসে। গত কয়েকদিনে উত্তরবঙ্গেও মোটের উপর আবহাওয়া ছিল একই রকম। কিন্তু সবটাই এবার বদলে যেতে চলেছে। হাওয়া অফিস জানিয়েছে, বড়দিনে দার্জিলিঙের পারদ বাড়তে চলেছে এক ডিগ্রি। ফলে উত্তরে বড়দিনের একটু কমবে শীত।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Humayun Kabir has announced his name as the chairman of Janata Unnayan Party. Today's meeting indicated that he will field candidates in many seats in the state. Read Next

শুধু শুভেন্দু নয়, বাবা শি...