কোমর জলে নেমে শহরের পরিস্থিতি খতিয়ে দেখলেন মেয়র, ছাতা দিয়ে সাফ করলেন রাস্তার জঞ্জালও |
সোমবারের মেঘভাঙা বৃষ্টিতে ভাসল কলকাতার বইপাড়া, কয়েক কোটি টাকা ক্ষতির আশঙ্কা ব্যবসায়ীদের
সোমবারের মেঘভাঙা বৃষ্টিতে ভাসল কলকাতার বইপাড়া
সোমবারের মেঘভাঙা বৃষ্টিতে ভাসল বইপাড়াও। কয়েক কোটি টাকা ক্ষতির আশঙ্কা। পুজোর মুখে মাথায় হাত কলেজ স্ট্রিটের অগনিত প্রকাশনা সংস্থার কর্ণধার ও বই ব্যবসায়ীদের।
জলে ডুবেছে কলেজ স্ট্রিট-সূর্যসেন স্ট্রিটের বিস্তীর্ণ অঞ্চল। ছোট-বড় অসংখ্য প্রকাশনা সংস্থার দফতর রয়েছে ছড়িয়ে। পুজোর মুখে বইয়ের স্তূপ সেখানে। এখন সবই জলের নীচে। কলেজস্ট্রিটের বর্ণপরিচয় মার্কেটেও জল। একতলায় যাঁদের দোকান, জলে ডুবেছে তাঁদের সমস্ত বই। কী করে ঘুরে দাঁড়াবেন বুঝে উঠতে পারছেন না তাঁরা। প্রকাশনা সংস্থা মান্দাসের কর্ণধার সুকল্প চট্টোপাধ্যায় বলেন, ‘‘আগে থেকে তো কোনও পূর্বাভাস ছিল না। বুঝব কী করে এক রাতে এমন বৃষ্টি হবে আর সমস্ত ডুববে। আগে থেকে যদি আন্দাজ পেতাম, তাহলেও কিছু বই অন্তত বাঁচানো যেত। আমার তো একতলায় বেশিরভাগ বই রাখা। এখন জলও নামেনি। তাই ঠিক কোন পরিস্থিতির মুখে পড়ব বুঝতে পারছি না।’’
সুকল্পর কথাই ফিরছে বইপাড়ার ব্যবসায়ীদের মুখে মুখে। আগে থেকে যদি একটু আন্দাজ পেতেন তাহলে কিছু বই সরানোর সুযোগটুকু পেতেন। সোমবার সন্ধেয় দোকান বন্ধ করে আসার সময়েও ভাবতে পারেননি এত বড় বিপর্যয় অপেক্ষা করছে।
বইপাড়া একনামে চেনে প্রবীণ প্রকাশক ত্রিদিব চট্টোপাধ্যায়কে। পত্রভারতীর কর্ণধার ত্রিদিববাবুর দাবি, সোমবার রাতের বৃষ্টিতে কয়েক কোটি টাকা ক্ষতি হয়েছে কলকাতার বইপাড়ার। তিনি বলেন,‘‘আমাদের প্রকাশনা সংস্থার প্রচুর বই নষ্ট হল মাত্র কয়েক ঘণ্টার বৃষ্টিতে। এমন পরিস্থিতি হবে বুঝতেই পারিনি। আমার প্রায় ১০ থেকে ১২ লক্ষ টাকার বই নষ্ট হয়েছে। গোটা বই পাড়ার হিসেব ধরলে এই ক্ষতির অঙ্ক কয়েক কোটি টাকা।’’
কলকাতা পুরসভার ৩৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ত্রিদিববাবু। আমহার্স্টস্ট্রিট থানার ঠিক পিছনেই তাঁর বাড়ি। প্রকাশনা সংস্থার ক্ষতি তো আছেই, মঙ্গলবার দিনভরের অভিজ্ঞতাও তাঁর কাছে ভয়াবহ। বললেন, ‘‘সকাল থেকে বাড়িতে আলো নেই। খাওয়ার জল নেই। পাম্প ডুবে যাওয়ায় জল তোলা যাচ্ছে না। বাড়িতে আমার ১১ মাসের নাতিকে নিয়ে দুর্বিষহ অবস্থায় কাটাচ্ছি। কোনও জনপ্রতিনিধিকে এখনও দেখতে পাইনি।’’