You will be redirected to an external website

'উটের দুধের সাবান মাখছি'! ট্রোলারদের জবাবে কুণালের রসিকতা! ভাইরাল ভিডিও

Trolls (Trolls, Viral video) Trolls again in response - that too in such a dramatic way that the netizens are laughing!

ট্রোলারদের জবাবে কুণালের রসিকতা!

ট্রোলের (Trolls, Viral video) জবাবে আবার ট্রোল—তাও এমন নাটকীয়তায় যে, নেটপাড়া হেসে গড়াগড়ি! রাজ্যের রাজনীতি মানেই যদি বিতর্ক আর বিদ্রুপের মিশেল হয়, তবে কুণাল ঘোষ (Kunal Ghosh) তার অন্যতম কেন্দ্রবিন্দু। কখনও দলের মুখপাত্র, কখনও সাংবাদিক, আবার এখন অভিনেতা—সব ভূমিকাতেই সমান স্বচ্ছন্দ তিনি। কিন্তু এই বহুমুখী কুণাল ঘোষ কীভাবে সহ্য করেন প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় বয়ে যাওয়া বিদ্রূপের ঝড়?

উত্তরটা নিজেই দিলেন কুণাল—আর তা একেবারে ‘আরবি স্টাইলে’।

সোশ্যাল মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। মুখে চেনা আত্মবিশ্বাসী হাসি। বললেন, “আপনাদের অনেকে আমাকে একটা ছোট্ট প্রশ্ন করেন—আমি এত ট্রোল সহ্য করি কী করে? আজ সেই উত্তরটাই দিচ্ছি।”

এরপরই শুরু কুণালের ধামাকা বিশ্লেষণ। তাঁর মতে, নিজের সোশ্যাল মিডিয়ার বন্ধুরা চার ভাগে ভাগ।
ক—যাঁরা ভালোবাসেন, উৎসাহ দেন, পাশে থাকেন।
খ—নীরবে নজর রাখেন।
গ—যাঁরা গঠনমূলক সমালোচনা করেন, যুক্তি দেন।
আর ওই ঘ—যাঁরা কটাক্ষ, গালাগাল, বিকৃত ভাষা ছড়ান।

তারপরই আসে আসল মোচড়। কুণালের চোখে খুনসুটি-মেশানো ঝিলিক, “আমি কিন্তু তাঁদের ওয়ালে যাই না, তবু সারাদিন তাঁরা আমার ওয়ালে বসে থাকে! কারণ আমি এক বিশেষ সাবান মাখি—আরবের উটের দুধের সাবান (Camel Milk Soap)!”

বিস্মিত নেটিজেনদের উদ্দেশে তিনি ব্যাখ্যা করেন, “এই সাবানের একটা কসমিক ম্যাগনেটিক অপজিট এফেক্ট আছে। যারা হতাশ, যারা জ্বলে, যারা ঘৃণা ছড়ায়—তাঁদের ওপরই এর প্রতিক্রিয়া পড়ে। ফলে সারাদিন আমাকেই নিয়ে পড়ে থাকে ওরা!”

কুণালের দাবি, এ নাকি একেবারে মরুভূমি থেকে আসা 'ক্যামেল মিল্ক সোপ'! মজার ছলে আরও যোগ করলেন, “স্নানের সময় এই সাবান মাখলে যারা অসভ্যর মতো কথা বলে, এফেক্টটা গিয়ে পড়ে ডাইরেক্ট তাদের গায়েই!”

ভিডিওটি ছড়িয়ে পড়তেই নেটদুনিয়া হাসিতে ফেটে পড়েছে। কেউ লিখেছেন, “এবার ট্রোলারদের সাবান লাগবে!” কেউ আবার কটাক্ষে বলছেন, “উটের দুধে রাজনীতি ধুয়ে ফেলছেন কুণাল ঘোষ!”

যাই হোক, এক ঢিলে দুই পাখি মেরেছেন কুণাল—ট্রোলারদের ব্যঙ্গ করেছেন, আবার নিজের ব্র্যান্ড ‘হিউমার’ও বজায় রেখেছেন।

শেষে যেন সিনেমার সংলাপের মতোই শোনায় ঘোষবাবুর বক্তব্য, “আমি তো শুধু সাবান মাখি, কিন্তু ঘষা খায় অন্যরা!”

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Kolkata has once again witnessed a mountain of money being seized in connection with the alleged involvement in the municipality recruitment scam Read Next

পুর নিয়োগ দুর্নীতির ছায়...