You will be redirected to an external website

মোদীবাবু, শাহবাবুকে খুশি করতে কুর্সিবাবু নতুন ইতিহাস তৈরি করতে চাইছেন: মমতার নিশানায় কমিশন

At the same time, Mamata targeted the Commission and said,

মমতার নিশানায় কমিশন

বাংলার একজনও যোগ্য ভোটারের নাম বাদ গেলে দিল্লিতে গিয়ে আন্দোলন সংগঠিত করার হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন এসআইআরের (SIR) প্রতিবাদে জোড়াসাঁকোর সভা থেকে আরও একধাপ এগিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হুঁশিয়ারি, "বাংলার একজনও যোগ্য ভোটারের নাম বাদ গেলে কেন্দ্রে বিজেপির সরকার ভেঙে দেব।"

একই সঙ্গে কমিশনকে নিশানা করে মমতা বলেন, "মোদীবাবু, শাহবাবুকে খুশি করতে গিয়ে কুর্সিবাবু (Election Commission) ইতিহাস তৈরি করতে চাইছেন! ফেব্রুয়ারিতে নাকি ভোট ঘোষণা করবেন! আপনার ইতিহাস পাতিহাস হবে।" বিজেপিকে ফেকুবাবু বলে কটাক্ষ করে মমতা এও বলেন, "এতদিন পর প্রমাণ দিতে হবে আমরা ভারতের নাগরিক কিনা?"

মমতার অভিযোগ, "বাংলার দু'কোটি মানুষের নাম কেটে বিজেপি বাংলা দখলের ছক কষছে। ওরা হিসেব কষে নাকি দেখেছে ওদের ভোট ৩৯ শতাংশ আর আমাদের নাকি ৪0 শতাংশ। ২কোটি নাম বাদ দিলে নাকি ক্ষমতা দখল করতে পারবে। আমি বলে যাচ্ছি, ওরা যেভাবে এসআইআরের নাম করে মানুষের নাম বাদ দেওয়ার চেষ্টা করছে তাতে আমাদের হারানো তো দূরে থাক, ওদের নিজেদের ভোটও এবার আমাদের দিকে আসবে। কারণ, যেভাবে মানুষকে ওরা ভিটে মাটি উচ্ছেদ করতে চাইছে, তাতে ওদের ঘরেও বিদ্রোহ শুরু হয়ে গেছে।"  

এসআইআরের নামে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার অভিযোগে এদিন কলকাতায় মহা মিছিলের ডাক দিয়েছিল তৃণমূল। রেডরোড থেকে জোড়াসাঁকো মিছিল শেষে বিজেপিকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, "স্বাধীনতার আন্দোলনের সময় বিজেপি কোথায় ছিল? ওদের তো তখনও জন্মই হয়নি! ওরা কি করে জানবে দেশের স্বাধীনতার ইতিহাস! ওরা সবচেয়ে বড় জনগণের টাকা লুঠেরা জোতদার!"

প্রশ্ন তুলেছেন, "বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি হয় না, যেমন হিন্দি বা উর্দু ভাষায় কথা বললে পাকিস্তানি হয়ে যায় না। তাই বলে আপনি তাঁদের পাকিস্তানি বলে তাড়িয়ে দেবেন।" 

এরপরই বিজেপি নেতাদের মুর্খ, ''অর্ধ শিক্ষিত, ''গন্ডমুর্খর সঙ্গে তুলনা করে কমিশন-বিজেপির আঁতাতের অভিযোগ এনে মমতা বলেন, "এবারেই (গত লোকসভা) তো জিততো না। হঠাৎ করে ইলেকশন কমিশন ওদের ভোটের পার্সেন্টেজ বাড়িয়ে দিল, তাতেও কটা বেশি আসনে জিতেছে? আসলে ওরা জানে মানুষের ভোটে জিততে পারবে না, নোটে জিতবে। তাই এসব করছে।"

মমতা প্রশ্ন তুলেছেন, এই ভোটার তালিকা যদি ত্রুটিযুক্ত হয়, তাহলে এই ভোটার লিস্টেই তো তোমরা সরকার গড়েছো। আগে নিজেরা ইস্তফা দাও, তারপরে এসআইআর করবে।

নাম না করে শাহকে ফের মীরজাফর বলে কটাক্ষ করে মমতা বলেন, "আমি ইতিহাসের মীরজাফরের কথা বলছি না, আমি এখনকার মীরজাফরের কথা বলছি, যে সারা দেশে দাঙ্গা বাঁধাচ্ছে। মীরজাফরবাবু, আপনি অসমে কেন এসআইআর করলেন না?"

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Chief Minister Mamata Banerjee started a procession from Dharmatala on Tuesday afternoon to pay homage to the statue of Babasaheb Ambedkar. Read Next

SIR ইস্যুতে পথে মমতা-অভিষে...