খনি অঞ্চলে ধ্বস
রানীগঞ্জ,বিশ্বদেব ভট্টাচার্য: রানীগঞ্জের জেমেরি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের সাত গ্রাম শ্রীপুর এরিয়ার পুরনো বন্ধ হয়ে থাকা চলবলপুরে বাদকুঠি কোলিয়ারির কাছে কাছে শুক্রবার ভোরে বড় ধরনের ধ্বস নামে।
এদিন ভোরবেলায় বিশাল শব্দের স্থানীয় মানুষের ঘুম ভেঙে যায়। ওই কোলিয়ারির চানকের পাশেই থাকা অপর একটি সিল করা চানক যা কয়লা খনির খনি মুখ, সেই খনি মুখের চারপাশের বিস্তীর্ণ অংশ এদিন সকাল পাঁচটা থেকেই লাগাতার সশব্দে প্রায় ৭০ থেকে ৮০ ফুট গভীরে ধসে গিয়েছে বলে সূত্রের খবর। অংশে লাগাতার ধ্বসে যাওয়ার ঘটনা ঘটছে । ফলে আতঙ্কে আছে বাসিন্দারা ।
উল্লেখ্য এই এলাকা থেকে মাত্র ২০০ মিটার দূরে রয়েছে মেন রেললাইন যে রেললাইনে সমস্ত দূরপাল্লার ট্রেন যাতায়াত করে। আর তারই ঠিক বিপরীতে রয়েছে চলবলপুর বাদকুটি এলাকার বিস্তীর্ণ গ্রামাঞ্চল ।এই অংশে রয়েছে ৫০টিরও বেশি পরিবার দীর্ঘদিন ধরেই তারা এই অংশে বসবাস করে আসছেন আকস্মিক এই ধসের ঘটনায় আতঙ্কিত হয়ে রয়েছে এই সমস্ত এলাকার বাসিন্দারা। এলাকাবাসীদের দাবি ইসিএল কর্তৃপক্ষ এই সমস্ত অংশে বালি ভরাট করে কয়লা খনি গুলিকে ভরাট না করার জন্যই এরূপভাবে বারংবার ধসের ঘটনা ঘটছে তারা এই ধসের বিষয় লক্ষ্য করে স্বাভাবিক ভাবেই আতঙ্কিত।
জানা গেছে, সংলগ্ন অংশের কয়েক মিটার দূরেই রয়েছে বেশ কয়েকটি বাড়ি যেগুলিতে জীবন কে হাতে রেখেই বাস করতে হচ্ছে তাদের। খবর পেয়ে কোলিয়ারি আধিকারিকরা সেখানে আসেন এবং জানান একটি পুরনো বন্ধ হওয়া কোলিয়ারির মুখে বড় ধরনের যে কংক্রিট করে দেয়া হয়েছিল সেটি ধ্বসে গেছে। ফলে পাশেও কিছু অংশে ধ্বস নেমেছে। সংলগ্ন অংশে এখনো রেল মেন লাইন দিয়ে ধীর গতিতে ট্রেন চলাচল করছে। তবে রেলের তরফে জানানো হয়েছে ওই ঘটনাতেই রেললাইনের এমনি কোন বিপদের সম্ভাবনা নেই।