You will be redirected to an external website

প্রবল বৃষ্টিতে গৌরিকুণ্ডের কাছে ধস, স্থগিত যাত্রা, উদ্ধার ১০০ তীর্থযাত্রীকেদারনাথ

Landslide near Gaurikund due to heavy rain, Kedarnath yatra halted, rescue of 100 pilgrims.

প্রবল বৃষ্টিতে গৌরিকুণ্ডের কাছে ধস

সোনপ্রয়াগের কাছে ধস। সাময়িকভাবে বন্ধ হয়ে গেল কেদারনাথ যাত্রা। এসডিআরএফ সূত্রে খবর, গৌরীকুণ্ডের আগে রাস্তার একাংশ ধসে পড়ায় বাধা পড়েছে। খবর পেয়েই সোনপ্রয়াগ এসডিআরএফ পোস্ট থেকে অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর আশিস দিমরির নেতৃত্বে একটি দল পৌঁছয় ঘটনাস্থলে। তৎক্ষণাৎ শুরু হয় উদ্ধার অভিযান।

ধস নামায় আটকে পড়েছিলেন প্রায় ১০০ জন। তাঁদের সকলকে নিরাপদে উদ্ধার করে গৌরীকুণ্ডের দিকে নিয়ে আসেন উদ্ধারকারীরা। এখনও সতর্কতার সঙ্গে পরিস্থিতিতে নজরে রাখা হচ্ছে বলে জানিয়েছে বাহিনীকে।

তীর্থযাত্রীরা যাতে স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারেন তার জন্য বিকল্প রাস্তা তৈরি করার কাজ শুরু করেছে পিডব্লুডি। আপাতত গোটা পরিস্থিতিতে নজর রেখেছে এসডিআরএফ ও স্থানীয় প্রশাসন।

উত্তরাখণ্ডে ইতিমধ্যেই আবহাওয়া দফতরের সতর্কবার্তা জারি হয়েছে। দেরাদুন, চম্পাবত ও নৈনিতালে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। এছাড়া উধম সিং নগরের কিছু অংশে বজ্রপাতের সম্ভাবনা এবং পার্বত্য জেলাগুলিতে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে রুদ্রপ্রয়াগ জেলায় প্রবল বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর মিলেছে। কেদারঘাটির রুমসি গ্রাম বিধ্বস্থ। জল ঢুকে পড়েছে গ্রামের অন্তত ছ’টি বাড়িতে। বহু গাড়ি কাদা ও ধ্বংসস্তূপে চাপা পড়ে গিয়েছে।

ভারী বৃষ্টিপাত চলবে আগামী ৩১ জুলাই পর্যন্ত। ফলে পাহাড়ি এলাকায় ভ্রমণ কিংবা যাত্রা পরিকল্পনা করলে আগে থেকেই সতর্ক থাকতে বলছেন প্রশাসনিক আধিকারিকরা

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Kidnapping incident is just a drama! Missing minor girl from Asansol rescued from Nashik Read Next

অপহরণের ঘটনা নিছকই নাটক! ...