ভিয়েতনামে পর্যটকবাহী নৌকা উল্টে ভয়াবহ দুর্ঘটনা, মৃত কমপক্ষে ২৭ |
১৯ নম্বর জাতীয় সড়কের উপর ধস! খনি এলাকায় ব্যাহত যান চলাচল
জাতীয় সড়কের উপর ধস
আসানসোলের ১৯ নম্বর জাতীয় সড়কের উপর ধস। রবিবার ভোর রাতে আচমকা বিকট শব্দে ধসে যায় রাস্তার বেশ কিছুটা অংশ। এরপরই স্থানীয়রা এসে পুলিশ কে খবর দিলে প্রশাসনের তরফ থেকে বিষয়টি খতিয়ে দেখে রাস্তায় ব্যারিকেট দিয়ে আটকে দেওয়া হয়। ধসের জেরে সাময়ীক ভাবে ব্যাহত হয় যান চলাচল।
আসানসোলের মরিচকোটা এলাকা। তার পাশ দিয়েই গেছে ১৯ নম্বর জাতীয় সড়ক। সেখানেই রাস্তার উপরে বিরাট ধস নামায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। ধসের জেরে রাস্তার একেবারে মাঝখানে বিরাট গর্তের সৃষ্টি হয়। ফলে যান চলাচল অত্যন্ত বিপদ জ্জনক হয়ে পড়ে। আসানসোলের বিস্তীর্ণ এলাকা খনি অঞ্চল। সেখানেই প্রায়শ্যই ধস নামার ঘটনা সামনে আসে। এই ঘটনাতেও প্রাথমিক ভাবে পুলিশের অনুমান প্রবল বৃষ্টির জেরে হয়ত জাতীয় সড়কের নীচের অংশ দুর্বল থাকায় এমন দুর্ঘটনার সৃষ্টি হয়েছে। এবার জাতীয় সড়কের উপর এমন ঘটনা কার্যত নিরাপত্তায় প্রশ্ন তুলেছে।
এদিকে ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছয় স্থানীয় প্রশাসন। এই আকস্মিক ধসের কারণে ১৯ নম্বর জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হওয়ায় সাময়ীক যানজটের সৃষ্টি হয়। ফলে কলকাতা থেকে দিল্লি এবং দিল্লি থেকে কলকাতাগামী পণ্যবাহী গাড়ি গুলিকে আটকে দেওয়া হয়। তবে কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনাস্থল ব্যারিকেট দিয়ে ঘিরে দিয়ে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়। আপাতত রাস্তায় যান চলাচল স্বাভাভিক হলেও প্রশ্ন জাতীয় সড়কে কী ভাবে এমন ধসের সৃষ্টি হল? যদিও এবিষয়ে তদন্ত শুরু হয়েছে বলেই দাবি পুলিশের।