You will be redirected to an external website

প্রিয়তমকে শেষ বিদায়! জুবিনের নিথর দেহ দেখে হাউহাউ করে কেঁদে উঠলেন স্ত্রী গরিমা

An emotional scene unfolded at Guwahati airport on Sunday after the body of popular Assamese singer Zubin Garg arrived at the airport.

প্রিয়তমকে শেষ বিদায়

জনপ্রিয় অসমীয়া গায়ক জুবিন গর্গের দেহ রবিবার গুয়াহাটি বিমানবন্দরে এসে পৌঁছনোর পর থেকেই সেখানে আবেগঘন দৃশ্যের অবতারণা হয়। প্রিয় শিল্পীকে শেষবারের মতো দেখতে জড়ো হয়েছিলেন হাজার হাজার ভক্ত।

বিমানবন্দরে জুবিনের স্ত্রী গরিমা সৈকিয়া গর্গ তার দেহ গ্রহণ করেন। কফিনটি বুকে জড়িয়ে ধরে তিনি কান্নায় ভেঙে পড়েন। শিল্পীর মরদেহের এই শোকযাত্রা এক অসামান্য শ্রদ্ধার প্রতীক হয়ে ওঠে। বিমানবন্দরের বাইরে ভক্তরা তার গান গেয়ে এবং 'জয় জুবিন দা' স্লোগান দিয়ে প্রিয় শিল্পীকে শেষ সম্মান জানান। অনেকের হাতেই ছিল জুবিনের প্রতিকৃতি এবং ঐতিহ্যবাহী অসমীয়া গামোসা।

মৃ'ত্যুর পর 'কিং অফ হামিং' নামে পরিচিত এই গায়কের দেহ সিঙ্গাপুর থেকে দিল্লি হয়ে গুয়াহাটিতে আনা হয়। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা শ্রদ্ধা জানান।

অসম সরকার জানিয়েছে, জুবিন গর্গের দেহ রবিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত গুয়াহাটির অর্জুন ভোগেশ্বর বড়ুয়া স্পোর্টস কমপ্লেক্সে রাখা হবে, যাতে ভক্ত ও শুভানুধ্যায়ীরা শেষ শ্রদ্ধা জানাতে পারেন। রাজ্য সরকার তার এই অন্তিম যাত্রাকে স্মরণীয় করে রাখার জন্য সকলের সহযোগিতা চেয়েছে।

জুবিনের প্রতি শ্রদ্ধা জানিয়ে অসম সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এই সময়ে কোনও ধরনের সরকারি বিনোদনমূলক বা উৎসবের অনুষ্ঠান হবে না। এই শোকের আবহে রাজ্যের মানুষ তাদের প্রিয় শিল্পীর প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছে।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...