মেসিকে দাঁড় করিয়ে অজয় দেবগন, টাইগার শ্রফকে সংবর্ধনা, ওয়াংখেড়েতে জনতার ‘রোষে’ দুই অভিনেতা |
গায়ে পিঙ্ক টি-শার্ট, লিওকে ‘মেসি ১০’ লেখা টিম ইন্ডিয়ার জার্সি উপহার জয় শাহের
লিওকে ‘মেসি ১০’ লেখা টিম ইন্ডিয়ার জার্সি উপহার জয় শাহের
মুম্বইয়ের উন্মাদনা দিল্লিতে এসে আরও একধাপ বেড়ে গেল। সোমবার বিকেলে অরুণ জেটলি স্টেডিয়ামে (Arun Jaitley Stadium) পা রাখতেই লিওনেল মেসির (Lionel Messi) ভারত সফরের ‘শেষ লেগ’-কে কেন্দ্র করে ধরা পড়ল উত্তেজনা, প্রতীক আর সৌজন্যের মিলন। গায়ে পিঙ্ক রঙের টি-শার্ট, চিরচেনা হাসি—দিল্লিতে ‘গোট’ (GOAT) যেন পরিচিত মেজাজে।
জয় শাহের সাক্ষাৎ, ক্রিকেট-ফুটবলের প্রতীকী মিলন
দিল্লি সফরের অন্যতম আলোচিত মুহূর্ত—আইসিসি চেয়ারম্যান (ICC Chairman) জয় শাহের (Jay Shah) সঙ্গে মেসির মোলাকাত। সঙ্গে ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা (Rekha Gupta) ও ডিডিসিএ সভাপতি রোহন জেটলি (Rohan Jaitley)। সৌজন্য সাক্ষাৎ হলেও প্রতীকী গুরুত্ব স্পষ্ট। শাহ লিও-র হাতে তুলে দেন ‘মেসি ১০’ লেখা টিম ইন্ডিয়ার (Team India) জার্সি—ফুটবল আর ক্রিকেটের দুই আইকনিক মিলন। এ ছাড়া হাতে এল বিশেষ স্বাক্ষরিত ক্রিকেট ব্যাট-ও। শুধু তাই নয়, আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) আমন্ত্রণপত্রও উপহার দেন জয় শাহ। যার সুবাদে ভারতের ক্রীড়া প্রশাসন ও আন্তর্জাতিক ফুটবলের সংযোগ আরও দৃঢ় হল বলেই মনে করছে বিশেষজ্ঞদের বড় অংশ।
অরুণ জেটলি স্টেডিয়ামে তারুণ্যের উৎসব
মাঠে ঢুকেই মেসি সময় কাটান মিনার্ভা অ্যাকাডেমির (Minerva Academy) তরুণ ফুটবলারদের সঙ্গে। একের পর এক ফটো-সেশন, ছোট্ট ‘রোন্ডো’ (rondo), হাসি-ঠাট্টা। লুইস সুয়ারেজ (Luis Suarez) ও রদ্রিগো দে পল (Rodrigo De Paul) যোগ দিতেই উচ্ছ্বাস দ্বিগুণ। গ্যালারির দিকে কিক মেরে বল উপহার—ভাগ্যবান কয়েকজন স্মারক নিয়ে ফিরবেন!
এরই ফাঁকে প্রদর্শনী ম্যাচে মিনার্ভা মেসি অল স্টার্স (MMAS) বনাম সেলিব্রিটি মেসি অল স্টার্স (CMAS)—স্কোরলাইনের চেয়েও বড় পাওনা টানেলে অপেক্ষারত মেসি। তিনি পৌঁছনোর পরই আবহ বদলায়—চিয়ার, ক্যামেরার ঝলকানি, স্মৃতির সঞ্চয়!
মেসি-ট্যুরের ‘ফিনালে’
দিল্লি-পর্বে ছিল নির্দিষ্ট সূচি—লীলা প্যালেসে (Leela Palace) আসা, বাছাই অতিথিদের সঙ্গে সাক্ষাৎ, স্টেডিয়াম ইভেন্ট, ‘পুরানা কেল্লা’য় (Purana Qila) ফটোশুট। সব মিলিয়ে পরিকল্পিত, নিয়ন্ত্রিত আয়োজন। কলকাতার বিশৃঙ্খলার স্মৃতি মাথায় রেখে দিল্লিতে প্রশাসনিক প্রস্তুতি ছিল চোখে পড়ার মতো—ক্ষমতার কেন্দ্র, ক্রীড়া প্রশাসন আর তারুণ্যের মাঠ এক ফ্রেমে।
চার শহরের সফর আজ শেষ। অন্তিম দিনে দিল্লি দেখাল, কীভাবে আইকনকে সম্মান জানাতে হয় প্রতীকের মাধ্যমে। পিঙ্ক টি-শার্ট গায়ে, হাতে ‘মেসি ১০’ লেখা টিম ইন্ডিয়ার জার্সি—এই ছবিটাই হয়তো গোটা ট্যুরের (‘Messi India Tour’) অন্যতম ইঙ্গিতময় ফ্রেম হয়ে থেকে যাবে।