বিদ্যুৎমন্ত্রীর অনুষ্ঠানেই লোডশেডিং
উত্তরপ্রদেশের বিদ্যুৎমন্ত্রীর অনুষ্ঠানেই বিদ্যুৎ-বিভ্রাট (Uttar Pradesh Energy Minister AK Sharma)! আচমকাই অন্ধকারে ঢেকে যায় গোটা এলাকা। দীর্ঘক্ষণ এই পরিস্থিতির মধ্যেই থাকতে হয় সকলকে। এরফলে ক্ষুব্ধ হন তিনি। গাফিলতির অভিযোগে পরদিনই বিদ্যুৎ বিভাগের পাঁচজনকে সাসপেন্ড করা হয়।
রবিবার রাতে উত্তরপ্রদেশের বিদ্যুৎমন্ত্রী এ কে শর্মা মোরাদাবাদে একটি নতুন ৫ডি মোশন থিয়েটার উদ্বোধন করতে গিয়েছিলেন। সেই সময় আচমকাই পুরো অনুষ্ঠানস্থল অন্ধকারে ঢেকে যায়। প্রায় ১০ মিনিট ধরে চলা এই বিদ্যুৎ বিপর্যয়ে প্রবল ক্ষুব্ধ হন মন্ত্রী। উচ্চপদস্থ অতিথিরা হাজির থাকায় এমন গুরুত্বপূর্ণ মুহূর্তে এই ধরণের গাফিলতি একেবারেই মেনে নিতে পারেননি মন্ত্রী। সেখানে দাঁড়িয়েই কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি।
এ কে শর্মার নির্দেশে ওই রাতেই বিদ্যুৎ বিভাগের পাঁচ বিদ্যুৎকর্মীকে সাসপেন্ড করা হয় (Five senior electricity department employees suspended)। তাঁরা হলেন, চিফ ইঞ্জিনিয়ার এ কে সিংহল, সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার সুনীল আগরওয়াল, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার প্রিন্স গৌতম, সাব-ডিভিশন অফিসার রানাপ্রতাপ এবং জুনিয়র ইঞ্জিনিয়ার ললিত কুমার।
বিদ্যুৎ বণ্টন সংস্থা পিভিভিএনএল-এর ম্যানেজিং ডিরেক্টর (PVVNL Managing Director) ঈশা দুহানকে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় তা নিশ্চিত করার কথাও বলা হয়েছে। বিদ্যুৎ দফতরের তরফে জানানো হয়েছে, অতিরিক্ত লোডের কারণে তারে ত্রুটি দেখা দিয়েছিল, যা ১০ মিনিটের মধ্যে সারিয়ে ফেলা হয়।