You will be redirected to an external website

পুজোয় আনন্দে জল ঢালতে আসছে নিম্নচাপ! ষষ্ঠী থেকে দশমী ভিজবে বাংলা

The city streets are already crowded with the festive spirit. The lights are flashing in the puja pavilions, the excitement of the Bengalis is at its peak to the beat of the drums

পুজোয় আনন্দে জল ঢালতে আসছে নিম্নচাপ

উৎসবের আমেজে ইতিমধ্যেই ভিড় জমেছে শহরের রাস্তায়। পুজো মণ্ডপে আলোর ঝলকানি, ঢাকের তালে বাঙালির উচ্ছ্বাস তুঙ্গে। আর ঠিক সেই সময়েই আবহাওয়া অফিসের খবর (Weather Update)— আসছে নিম্নচাপ! ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ জুড়ে চলবে ঝড়বৃষ্টি (Durga Puja, Sashti to Dasami heavy rain)।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত থেকে তৈরি হওয়া নিম্নচাপ অঞ্চল শুক্রবার আরও ঘনীভূত হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তা নিম্নচাপে পরিণত হয়ে শনিবার সকালে দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল সংলগ্ন এলাকায় স্থলভাগে ঢুকবে। এর জেরে অন্ধ্র ও ওড়িশার পাশাপাশি দক্ষিণবঙ্গেও হবে মুষলধারে বৃষ্টি।

শনিবার ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দক্ষিণের আরও কয়েকটি জেলায়। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারেও নামতে পারে ভারী বৃষ্টি।

ষষ্ঠীর দিন, অর্থাৎ রবিবার, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। উত্তরে ভিজবে মালদহ, দুই দিনাজপুর, জলপাইগুড়ি এবং দার্জিলিঙ।

সপ্তমীতে দক্ষিণবঙ্গের একাধিক জেলা— দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, দুই মেদিনীপুর, বাঁকুড়া ও পূর্ব বর্ধমান ভিজবে বৃষ্টিতে। উত্তরবঙ্গের মালদহ ও দক্ষিণ দিনাজপুরও বাদ যাচ্ছে না।

অষ্টমীতেও বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম এবং দুই ২৪ পরগনায় রয়েছে ঝড়বৃষ্টির সতর্কতা। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়ও হবে বিক্ষিপ্ত বৃষ্টি।

নবমী, দশমী— দু’দিনই বৃষ্টি জারি থাকবে। বিশেষত দশমীতে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি ও ঝাড়গ্রামে। উত্তরে ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে।

ইতিমধ্যেই উত্তর ও মধ্য বঙ্গোপসাগরে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে বইছে ঝোড়ো হাওয়া। সমুদ্র উত্তাল। ২৮ সেপ্টেম্বর পর্যন্ত জেলেদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

অর্থাৎ, দুর্গাপুজোর দিনগুলোতে ঢাকের তালে মাতবে বাঙালি, তবে ছাতা আর রেইনকোটও রাখতে হবে হাতের কাছেই।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Politics is back in the spotlight even during Durga Puja. On Friday evening, while inaugurating the public Durga Puja at New Market Read Next

'অভয়া বিচার পাক, বাংলা মু...