You will be redirected to an external website

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, রাজ্যে ফের হলুদ সতর্কতা

Low pressure is intensifying in the Bay of Bengal, yellow alert again in the state

ভারী বৃষ্টির সম্ভাবনা

দিন দুয়েক বৃষ্টি থেকে স্বস্তি মিলেছিল। সপ্তাহের প্রথম দুদিন সেভাবে বৃষ্টি না হলেও অস্বস্তি ছিল চরমে। এবার সেই পরিস্থিতির কিছুটা বদল হতে চলেছে বলে জানাল আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে বুধবার থেকে শুরু হতে পারে তুমুল বৃষ্টি। 

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ফের বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনাচ্ছে। যার জেরেই হতে পারে তুমুল বৃষ্টি। ইতিমধ্যেই দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শুধু তাই নয় সপ্তাহের একেবারে মাঝখান থেকে অর্থাৎ বৃহস্পতিবার থেকে আরও বাড়বে বৃষ্টি। কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি কিছু জেলায় অতি ভারী বৃষ্টিরও আশঙ্কা তৈরি হয়েছে। ফলে একাধিক জায়গায় ফের বন্যা পরিস্থিতি তৈরী হওয়ার আশঙ্কাও করা হচ্ছে। 

গোটা দক্ষিণবঙ্গেই ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। অন্যদিকে কয়েক সপ্তাহ টানা বৃষ্টির জেরে এখনও ঘাটাল সহ গোটা পশ্চিম মেদিনীপুরের অনেক জায়গা জলের তলায়। নিম্নচাপের জেরে ফের বৃষ্টি হলে সেই পরিস্থিতি আরও খারাপ হবে বলে আশঙ্কা তৈরি হচ্ছে।

AUTHOR :Sukanya Majumder

Sukanya Majumdar is a Copywriter and Social Media Desk Personnel at Express News. She holds a Bachelor's degree in Mass Communication from Burdwan University and a Diploma in Media Science from MAKAUT. Additionally, she has completed practical training in News Reading and Copy Editing from Fox Media School. With a strong foundation in both traditional and digital media, Sukanya brings clarity, creativity, and precision to every piece of content she crafts.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Elderly man killed by reckless car in Bankura, locals protest by blocking road Read Next

বাঁকুড়ায় বেপরোয়া গাড়ির ...