ভারী বৃষ্টির সম্ভাবনা
দিন দুয়েক বৃষ্টি থেকে স্বস্তি মিলেছিল। সপ্তাহের প্রথম দুদিন সেভাবে বৃষ্টি না হলেও অস্বস্তি ছিল চরমে। এবার সেই পরিস্থিতির কিছুটা বদল হতে চলেছে বলে জানাল আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে বুধবার থেকে শুরু হতে পারে তুমুল বৃষ্টি।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ফের বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনাচ্ছে। যার জেরেই হতে পারে তুমুল বৃষ্টি। ইতিমধ্যেই দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শুধু তাই নয় সপ্তাহের একেবারে মাঝখান থেকে অর্থাৎ বৃহস্পতিবার থেকে আরও বাড়বে বৃষ্টি। কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি কিছু জেলায় অতি ভারী বৃষ্টিরও আশঙ্কা তৈরি হয়েছে। ফলে একাধিক জায়গায় ফের বন্যা পরিস্থিতি তৈরী হওয়ার আশঙ্কাও করা হচ্ছে।
গোটা দক্ষিণবঙ্গেই ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। অন্যদিকে কয়েক সপ্তাহ টানা বৃষ্টির জেরে এখনও ঘাটাল সহ গোটা পশ্চিম মেদিনীপুরের অনেক জায়গা জলের তলায়। নিম্নচাপের জেরে ফের বৃষ্টি হলে সেই পরিস্থিতি আরও খারাপ হবে বলে আশঙ্কা তৈরি হচ্ছে।