You will be redirected to an external website

পুজোয় নিম্নচাপের ছায়া, দক্ষিণবঙ্গে টানা চার দিন ঝড়বৃষ্টি! কলকাতার আবহাওয়া কেমন থাকবে?

The thunder of the clouds as Durga Puja falls in Dhaka! As the sun rises on Mahalaya, Bengal is immersed in the festive atmosphere.

দক্ষিণবঙ্গে টানা চার দিন ঝড়বৃষ্টি!

 পুজোর (Durga Puja) ঢাকে কাঠি পড়তেই মেঘের গর্জন! মহালয়ার সূর্য উঠতেই উৎসবের আমেজে ডুবেছে বাংলা। শহর থেকে মফস্বল—পুজোর বাজারে উপচে পড়ছে ভিড়। তবে আনন্দের মাঝেই চোখ রাঙাচ্ছে নিম্নচাপ।

 আলিপুর আবহাওয়া দফতর (Alipore Meteorological Department) জানাচ্ছে, পুজোর মুখে দক্ষিণবঙ্গে ফের ঢুকে পড়ছে নিম্নচাপ। আগামী চার দিন বৃষ্টি হতে পারে রাজ্যের একাধিক জেলায় (Heavy Rain)।

আবহাওয়াবিদদের পূর্বাভাস (Weather Update), সোমবার (২২ সেপ্টেম্বর) থেকে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম-সহ একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ৩০–৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে আশঙ্কা। বজ্রপাতের সতর্কতাও জারি হয়েছে। বৃষ্টি হবে শহর কলকাতাতেও।

হাওয়া অফিস সূত্রের খবর, বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি নতুন নিম্নচাপ এবং উত্তরপ্রদেশ থেকে পূর্ববাংলা পর্যন্ত সক্রিয় একটি পূর্ব–পশ্চিমমুখী ট্রফ লাইন জোড়া প্রভাব ফেলছে রাজ্যের আবহাওয়ায়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় এক কিমি উঁচুতে সক্রিয় এই বায়ুপ্রবাহের জেরে দক্ষিণবঙ্গে ঢুকছে প্রচুর জলীয় বাষ্প। এর ফলেই বৃষ্টি।

কোন জেলায় কেমন বৃষ্টি?

২২ সেপ্টেম্বর, সোমবার: দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় ঝড়বৃষ্টি। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কলকাতাতেও।

২৩ সেপ্টেম্বর, মঙ্গলবার: বৃষ্টির দাপট বাড়ূে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ৭–১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে।

২৪ সেপ্টেম্বর, বুধবার: সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বজ্রপাতের ঝুঁকি থাকছেই।

২৫ সেপ্টেম্বর, বৃহস্পতিবার: দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। প্রসঙ্গত, এই চারদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে শহর কলকাতাতেও।

উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির আশঙ্কা নেই। তবে কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় প্রশাসন সতর্ক রয়েছে। ফলে উৎসবের আনন্দে জল ঢালতে পারে প্রকৃতির এই আচমকা রূপবদল।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Pointing a finger directly at Prime Minister Narendra Modi (Modi government), Mamata said, Read Next

'জিএসটি-র ক্রেডিট আমারই', ...