জাল নিয়ে রাস্তা অবরোধ
মহেশতলার একাধিক জায়গায় বৃষ্টির জেরে রাস্তায় জল জমেছে। হাঁটু জল পেরিয়ে রাস্তা দিয়ে যাতায়াত করতে চরম দুর্ভোগে পড়েছে এলাকার মানুষ। তারই প্রতিবাদে সকাল থেকে রাস্তা অবরোধ করে স্থানীয়রা। পুলিশের সঙ্গে বাক-বিতণ্ডা উত্তেজনা।
রাজ্যে বেশ কিছুদিন নাগাড়ে বৃ্ষ্টি চলছে। তার জেরে রাজ্যের বেশ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি তৈরী হয়েছে। দক্ষিণ ২৪পরগনা জেলার মহেশতলা এলাকায় এবার জল জমে রাস্তায় যাতায়াত করা একেবারেই দুর্বিষহ হয়ে উঠেছে। জল নিষ্কাশন সহ একাধিক দাবি নিয়ে রাস্তার উপরে বাঁশ বেঁধে, ইঁট ফেলে রাস্তা অবরোধ করে স্থানীয়রা। কোনো কোনো বিক্ষোভকারীদের হাতে জাল নিয়েও প্রতিবাদ দেখাতে দেখা গেল। স্কুল থেকে আরম্ভ করে হাসপাতাল সমস্ত জায়গায় যেতে গেলে হাঁটু সমান জল দিয়ে যেতে হচ্ছে বলে অভিযোগ। জল যন্ত্রণা থেকে অব্যাহতি চেয়ে এই বিক্ষোভ।
অন্যদিকে জল যন্ত্রণায় নাজেহাল হয়ে পড়েছে মহেশতলা পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডের দৌলতপুর ঘরামি পাড়া এলাকার মানুষ। রোডের বেহাল নিকাশির কারণে দীর্ঘদিন ধরে রাস্তায় জমে হাঁটু সমান জল। রাস্তায় উঠে রয়েছে বড় বড় খোয়া তাতেই নিত্যদিনই পরছে, দুর্ঘটনার কবলে স্কুল পড়ুয়া থেকে গাড়ি চালক ও সাধারন বাসিন্দারা। অভিযোগ, ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কে একাধিক বার জানানো হলেও লাভ হয়নি । সেই প্রতিবাদে স্থানীয়রা একত্রিত হয়ে ঘরামি পাড়া রোডে কোদাল দিয়ে রাস্তা কেটে ও রাস্তায় বাঁশ বেঁধে ছাকনি জাল হাতে নিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ থাকায় স্থানীয়রা।
এই জেলার দুই জায়গার অবরোধ তুলতে পুলিশের নাস্তানাবুদ অবস্থার সৃষ্টি হয়। পুলিশকে আটকে বিক্ষোভকারীদের ক্ষোভ। কয়েক ঘন্টা চললেও এখনো অবরোধ তোলা সম্ভব হয়নি। সৃষ্টি হয়েছে যানজটের। ঘটনাস্থলে মহেশতলা থানার পুলিশ বিক্ষোভকারীদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।