You will be redirected to an external website

'মহুয়া-কাঞ্চনরাই জানেন কল্যাণ কী বলেন, কেন বলেন', তৃণমূল সাংসদকে তুলোধনা শুভেন্দুর

A few days ago, there was a war of words, challenges and counter-challenges between Kalyan Banerjee and Sukanta Majumder

তৃণমূল সাংসদকে তুলোধনা শুভেন্দুর

কয়েকদিন আগেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) ও সুকান্ত মজুমদারের (Sukanta Majumder) মধ্যে চলেছিল কথার লড়াই, চ্যালেঞ্জ আর পাল্টা চ্যালেঞ্জের দাপট। এবার সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিশানা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari)।

তৃণমূল সাংসদ কল্যাণের বিস্ফোরক অভিযোগ, শুভেন্দুই নাকি “পশ্চিমবঙ্গের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ”। একেবারে সোজাসাপটা ভাষায় তিনি বলেন, “ও এখনও পর্যন্ত আমার দয়ায় গ্রেফতার হয়নি। ফালতু একটা লোক ও। যত দাগি শিক্ষক, শিক্ষাকর্মী ঢুকিয়েছিল, ৫ থেকে ৭ দিনের মধ্যেই সব নাম আপনাদের সামনে দেব। এত বড় দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ পশ্চিমবঙ্গে আর নেই। সব প্রমাণ দেখাব।”

শুভেন্দু অবশ্য এসব মন্তব্যে বিশেষ গুরুত্ব দিচ্ছেন না। বরং পাল্টা আক্রমণ করে বলেন, “উনি মদ্যপ। উনি যেভাবে কথা বলেন, যে ভঙ্গি ও ভাষা ব্যবহার করেন, তার জবাব দেওয়ার প্রয়োজন মনে করি না।”

এদিকে, এর মধ্যেই তৃণমূলের অন্দরেও চলেছে চাপা অস্বস্তি। কিছুদিন আগেই মহুয়া মৈত্র ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রকাশ্য বিবাদে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। যদিও আপাতত সেই রেশ কমেছে, কিন্তু শুভেন্দু এবার সেটাকেই টেনে এনে নতুন খোঁচা দিলেন।

তাঁর কটাক্ষ— “কল্যাণবাবুর কথার সঠিক উত্তর দিতে পারবেন তৃণমূলের দুই নেতা— মহুয়া মৈত্র আর কাঞ্চন মল্লিক। ওঁরা দু’জনেই জানেন উনি কী বলেন, কেন বলেন।” এই ইঙ্গিত যথেষ্টই তাৎপর্যপূর্ণ। কারণ তৃণমূলের অন্দরে তো বটেই, রাজ্য-রাজনীতির সকলেই জানেন, মহুয়া মৈত্র বা কাঞ্চন মল্লিকের সঙ্গে খুব একটা মধুর সম্পর্ক নেই কল্যাণের। কথা, পাল্টা কথা, তির্যক মন্তব্য, বেশ কিছু সময় তা প্রকাশ্যেও এসেছে।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Every viewer is fascinated by it. But do you know how it started? There are various mythological and traditional stories behind it. Read Next

কৃষ্ণনগরেই প্রথম জগদ্ধা...