হঠাৎ মণ্ডপে ছবি নিয়ে হাজির প্রথম স্ত্রী!
উত্তরপ্রদেশের বস্তি জেলায় বিয়ের এক আনন্দের আসর দেখল চরম নাটকীয় পরিস্থিতি। মালাবদল সারা, বর বসেছেন সবে - এমন সময় হঠাৎই মঞ্চে হাজির তাঁর প্রথম স্ত্রী (first wife halts wedding in Basti)। সরাসরি অভিযোগ ধেয়ে আসে, এখনও আইনগতভাবে তাঁদের বিয়ে বহাল, তাও তাঁর স্বামী দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছেন ।
ঘটনাটি ঘটেছে চলতি সপ্তাহের শুরুর দিকে। জাঁকজমকপূর্ণ সাজে বরযাত্রী নিয়ে অনুষ্ঠানে পৌঁছেছিলেন বিনয় আনন্দ শর্মা। কিন্তু পরিকল্পনা ভেস্তে যায় প্রথম স্ত্রী রেশমার হঠাৎ আগমনে। তিনি পরিবার-পরিজনকে সঙ্গে নিয়ে মঞ্চে উঠে পড়েন। মুহূর্তেই থমকে যায় বিয়ের সমস্ত আচার (UP groom second marriage stopped)।
মঞ্চে দাঁড়িয়েই রেশমা উপস্থিত ভিড়কে দেখান তাঁর ও বিনয়ের বিয়ের ছবি। ফিসফিসানি শুরু হয়ে যায় চারদিকে। আচমকা এমন পরিস্থিতিতে বিব্রত হয়ে পড়েন বর। রেশমার অভিযোগ, বিনয় তাঁর ব্যাংক অ্যাকাউন্ট থেকে বড় অঙ্কের টাকা নিয়েছেন এবং তাঁর নামেই একটি গাড়ি ফাইন্যান্স করেছেন।
রেশমা (গুজরাতের অঙ্কলেশ্বরের বাসিন্দা) ও বিনয় - কলেজে থাকাকালীন প্রেমে পড়েন। পরে ৩০ মার্চ, ২০২২-এ প্রথমে কোর্ট ম্যারেজ এবং পরে দুই পরিবারের উপস্থিতিতে আনুষ্ঠানিক অনুষ্ঠানও হয়। কিন্তু কিছুদিন পর থেকেই সম্পর্কে দূরত্ব বাড়তে থাকে। বিবাদ চলতে চলতে মামলা পর্যন্ত গড়ায়। যদিও ডিভোর্স প্রক্রিয়া শুরু হয়েছিল, তা এখনও চূড়ান্ত হয়নি।
এর মধ্যেই বিনয় নিজের গ্রামে ফেরেন, আর পরিবার তাঁর দ্বিতীয় বিয়ের আয়োজন করে। কিন্তু বরপক্ষ জানতেই পারেনি যে রেশমা খবর পেয়ে পথে নেমে পড়েছেন।
ঘটনাস্থলে পরে পুলিশ পৌঁছয়। দুই পক্ষকেই শান্ত করে বরকে থানায় নিয়ে যাওয়া হয়।
এক পুলিশ আধিকারিক ঘটনার বিষয়ে বলেন, “অন্য রাজ্যের এক মহিলা অভিযোগ দায়ের করেছেন যে তাঁর স্বামী ডিভোর্স মামলা মিটমাট হওয়ার আগেই দ্বিতীয়বার বিয়ে করতে চলেছিলেন। দুই পক্ষই সিদ্ধান্ত নিয়েছেন, আইনগত ব্যবস্থা না হওয়া পর্যন্ত বিয়ের প্রক্রিয়া এগোনো হবে না। বিষয়টি তদন্তাধীন।”
ঘটনার জেরে পুরো বিয়ে আপাতত স্থগিত বলেই খবর।