You will be redirected to an external website

৪ নভেম্বর SIR শুরুর দিনেই পথে মমতা-অভিষেক! রেড রোড থেকে জোড়াসাঁকো পর্যন্ত তৃণমূলের মিছিল

And significantly, the Trinamool Congress is taking to the streets on the same day. According to party sources

৪ নভেম্বর SIR শুরুর দিনেই পথে মমতা-অভিষেক!

রাজ্যের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) শুরু হচ্ছে ৪ নভেম্বর মঙ্গলবার (On November 4)। অর্থাৎ সেদিন থেকেই বাড়ি বাড়ি যাওয়ার কথা বুথ লেবেল অফিসারদের।

আর তাৎপর্যপূর্ণভাবে সেদিনই পথে নামছে তৃণমূল কংগ্রেস। দলীয় সূত্রে খবর, ওই দিন দুপুর দেড়টায় রেড রোডে বি আর আম্বেদকরের মূর্তির পাদদেশ থেকে শুরু হয়ে জোড়াসাঁকো পর্যন্ত বিশাল মিছিল করবে শাসকদল (TMC)। মিছিলের নেতৃত্বে থাকবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

স্বভাবতই, ওই মিছিল থেকে মমতা-অভিষেক কী বার্তা সামনে আনেন, তা নিয়ে সব মহলে কৌতূহল তুঙ্গে। তৃণমূলের নেতৃত্বের বক্তব্য, এই মিছিলের মূল লক্ষ্য, “গণতন্ত্র রক্ষার বার্তা দেওয়া এবং বিজেপির বিভাজনমূলক রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ জানানো।”

সূত্রের খবর, শহরের বিভিন্ন প্রান্ত থেকে কর্মী-সমর্থকেরা সকালে রেড রোডে জমায়েত হবেন। সেখান থেকে শোভাযাত্রা শুরু হয়ে শেষ হবে জোড়াসাঁকোয়। কলকাতা পুলিশের তরফে মিছিল ঘিরে নিরাপত্তার কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এক শীর্ষ তৃণমূল নেতা বলেন, “যেদিন থেকে BLO-রা ঘরে ঘরে গিয়ে ভোটার তালিকার কাজ শুরু করবেন, সেদিনই আমরা রাস্তায় নামব, গণতন্ত্র রক্ষার অঙ্গীকার নিয়ে।”

রাজনৈতিক মহলের মতে, এসআইআর প্রক্রিয়া ঘিরে রাজ্যে ইতিমধ্যেই তাপমাত্রা চড়েছে। শুভেন্দু অধিকারীর সাম্প্রতিক মন্তব্য ও তৃণমূলের নির্বাচন কমিশনে অভিযোগের প্রেক্ষাপটে, ৪ নভেম্বরের মিছিল যে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ, তা বলাই যায়।

তৃণমূল নেতৃত্বর আশঙ্কা, এসআইআর এর নাম করে প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়া হতে পারে। সে কারণে শুক্রবার দলের নেতা, কর্মীদের নিয়ে বৈঠক থেকে অভিষেক স্পষ্টভাবে জানিয়েছেন, মনে রাখবেন আগামী ৬ মাস আমাদের কাছে অ্যাসিড টেস্ট।  ভোটার তালিকা সংশোধনের নামে বিজেপি ও কমিশন যাতে একটি প্রকৃত ভোটারের নামও বাদ না দিতে পারে সে ব্যাপারে বিএলওদের সতর্ক থাকতে হবে।

কী রকম 'সতর্কতা', তাও বৈঠকে খোলামেলা জানিয়েছেন অভিষেক। সূত্রের খবর, বৈঠকে তিনি বলেন, বিএলএ-র কাজ হল বিএলও-র ছায়াসঙ্গী হয়ে থাকা। তার মানে এমন নয় যে প্রথম দু'ঘণ্টা রইলাম, তারপর দুপুরে খেতে বাড়ি চলে গেলাম। গাছাড়া মনোভাব চলবে না।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

This was the first time that the Vijaya Sammilani was organized by the Cine Federation. Read Next

‘আর কতদিন পিছনে লাগবে?’, ...