SIR ইস্যুতে পথে মমতা-অভিষেক
মঙ্গলবার দুপুরে বাবাসাহেব অম্বেদকরের মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে ধর্মতলা থেকে মিছিল শুরু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata Banerjee)। ভোটের অধিকার রক্ষার দাবিতে রেড রোড থেকে শুরু হওয়া তৃণমূল কংগ্রেসের এই মিছিলে মমতার সঙ্গেই রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আগে থেকেই একটা ইঙ্গিত পাওয়া গিয়েছিল যে এই মিছিলের কারণে যথেষ্ট যানজট তৈরি হবে শহরে। ধর্মতলা চত্বর তো বটেই, আশপাশের বেশ কিছু রাস্তায় এই মিছিলের প্রভাব পড়েছে (Kolkata Traffic)।
তার উপর এদিন সকাল থেকেই কলকাতা, দুই ২৪ পরগনা ও হাওড়া থেকে বহু তৃণমূল সমর্থক মিছিলে এসে পৌঁছেছেন। হাতে এসআইআর (SIR West Bengal) বিরোধী প্ল্যাকার্ড নিয়ে মিছিলে আছেন দলের নেতা ও রাজ্যের একাধিক মন্ত্রী, মতুয়া সম্প্রদায়ের মানুষ, ধর্মগুরু, তারকারা। শুধু তাই নয়, এসআইআর ঘোষণার পর রাজ্যে 'আত্মহত্যা' করেছেন, এমন কয়েক জনের পরিবারের সদস্যরাও মিছিলে এসেছেন। মোট কথা এই মেগা মিছিলের কারণে একাধিক রাস্তায় যানজট তৈরি হয়েছে।
শুধু তাই নয়, মমতার এই মিছিলের পাল্টা বিরোধীরাও শহরের ইতিউতি রাস্তায় নেমেছেন। কলেজ স্ট্রিট, এমজি রোড, সেন্ট্রাল অ্যাভিনিউ, প্রিন্স দ্বারকানাথ ঠাকুর লেন থেকে শুরু করে, টালিগঞ্জ সার্কুলার রোড ও চেতলা রোড থেকেও মিছিল বেরিয়েছে। আর তাতে গাড়ির চাকাও খুব একটা গতি পাচ্ছে না।
এই যানজটের মধ্যেও ফের আবার মেট্রো বিভ্রাট। ব্লু লাইনে আংশিক মেট্রো চলাচল বন্ধ।এদিন দুপুরে কবি নজরুল মেট্রো স্টেশন থেকে ঘোষণা করা হয়, অনিবার্য কারণবশত শহিদ ক্ষুদিরাম থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো চলবে। আবার সেন্ট্রাল থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলবে। ভোগান্তির শেষ নেই যাত্রীদের।
বস্তুত, রানি রাসমণি রোড ধরে কে সি দাস মোড় পেরিয়ে মিছিল পৌঁছবে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। শাসকদলের বক্তব্য, সংবিধান ও মানবিক মূল্যবোধের প্রতীক অম্বেদকর এবং বাঙালিয়ানার প্রতীক রবীন্দ্রনাথের নামের সঙ্গে এই মিছিলের শুরু ও শেষ যুক্ত করে তারা বার্তা দিতে চায়— ‘সংবিধান বাঁচাও, গণতন্ত্র রক্ষা করো’।
তবে রেড রোডের এই মিছিলে দুর দুরান্তের জেলার মানুষদের আসতে আগেই নিষেধ করেছিলেন অভিষেক। মিছিলে রয়েছেন কলকাতার পাশাপাশি দুই ২৪ পরগনা এবং হাওড়ার নেতা, কর্মীরা।
ঠিক এই দিনেই রাজ্যজুড়ে শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (SIR) কাজ। সকাল থেকেই বুথ লেভেল অফিসাররা (BLO) বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য যাচাই করছেন। আর সেই প্রেক্ষিতেই এদিন পথে নামল তৃণমূল কংগ্রেস।