You will be redirected to an external website

দিঘার জগন্নাথ ধামের পর বাংলায় ফের মন্দির তৈরির ঘোষণা মমতার

Mamata announces the construction of another temple in Bengal following the Jagannath temple in Digha.

দিঘার জগন্নাথ ধামের পর বাংলায় ফের মন্দির তৈরির ঘোষণা মমতার

রথের আগেই দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে এই বাংলায় আরও একটি মন্দির তৈরির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, “আগামী দিনে বাংলায় দুর্গাঙ্গন করে দেব।”এ দিন মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, অসমে কালী মন্দির ভেঙে দেওয়া হয়েছে। এই ঘটনা যদি বাংলায় হতো তাহলে বলা হত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীপুজো, সরস্বতী পুজো করতে দেয় না। তৃণমূল সুপ্রিমোর প্রশ্ন, “একমাত্র ভোটের সময়ই কি আপনাদের কালী-দুর্গার কথা মনে পড়ে?” মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, যেহেতু সামনেই ভোট সেই কারণে বিজেপি ভোটের আগে ধর্ম নিয়ে রাজনীতি করছেন।

এরপর এ দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “জগন্নাথ ধামের মতোই আগামী দিনে দুর্গাঙ্গন বাংলায় হবে।” অর্থাৎ বাংলায় আরও একটি মন্দিরের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বস্তুত, আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এ প্রসঙ্গে মন্তব্য করেন। সম্প্রতি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জয় দুর্গা-জয় মা কালী স্লোগান দিয়েছিলেন। সেই বিষয়টিকেই কটাক্ষ করে অভিষেকের বক্তব্য, এত দিন জয় শ্রীরাম বলত বিজেপি এখন সেটা জয় মা দুর্গা ও জয় মা কালী বলছে। তৃণমূল নেতা এও বলেন, “জয় মা কালীতে বলিয়েছি। এরপর ছাব্বিশের ভোটের পর জয় বাংলাও বলাব।”

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Load shedding during the Electricity Minister's event! Guests uncomfortable in the darkness. Read Next

বিদ্যুৎমন্ত্রীর অনুষ্ঠ...