You will be redirected to an external website

'বাংলায় মানুষ যতটা শান্তিতে থাকে, আর কোথাও নয়' কালীপুজোর মঞ্চে বিজেপিকে কড়া বার্তা মমতার

The West Bengal Assembly Election is just around the corner. While the opposition is busy raising various issues regarding the rule of law in the state

কালীপুজোর মঞ্চে বিজেপিকে কড়া বার্তা মমতার

বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। বিরোধীরা যখন নানা ইস্যুকে সামনে রেখে রাজ্যে আইনের শাসন (Law & Order) নিয়ে সরব, তখন কালীপুজোর (Kali Puja, TMC) আলোয় আলোকিত মঞ্চ থেকেই বিরোধীদের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), “বাংলায় মানুষ যতটা শান্তিতে থাকতে পারে, আর কোথাও মানুষ এতটা শান্তিতে থাকতে পারে না।”

শুক্রবার জানবাজার সম্মিলিত কালীপুজো সমিতির উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “ডবল ইঞ্জিন সরকার শুনছো? ভারত সরকারেরই রিপোর্ট বলছে, কলকাতা দেশের সবচেয়ে নিরাপদ শহর। এটা আমরা বলছি না, তোমাদের সরকারই বলছে।”

আসলে, মমতার বক্তব্যের পেছনে রয়েছে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (NCRB) সদ্যপ্রকাশিত রিপোর্ট। পরপর চার বছর দেশের ‘সবচেয়ে নিরাপদ শহর’-এর শিরোপা ধরে রেখেছে কলকাতা। রিপোর্ট বলছে, ২০ লক্ষ জনসংখ্যার ১৯টি বড় শহরের মধ্যে প্রতি লক্ষে সবচেয়ে কম অপরাধের হার (৮৩.৯) এই শহরেই। অপরাধ দমন ও প্রযুক্তি ব্যবহারে কলকাতা পুলিশের দক্ষতারও প্রশংসা করেছে ব্যুরো।

এই তথ্যকে হাতিয়ার করে বিজেপি শাসিত রাজ্যগুলিকেই নিশানা করেছেন মমতা। বলেন, “বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থানে এক মেয়ে থানায় গেলে আইসি-ই তাকে অত্যাচার করে। সেই সব রাজ্যের অবস্থা দেখুন। আর এখানে বাংলায় দেখুন, মানুষ শান্তিতে বাস করে। আমাদের রাজ্যে কোনও ঘটনা ঘটুক সেটা চাই না, কিন্তু ঘটনার সুযোগ পেলেই বলেন, বাংলা সেফ নয়! তাহলে আপনারা দিনভর রাস্তায় নেমে বিক্ষোভ করছেন কীভাবে, কথায় কথায কোর্টে চলে যাচ্ছেন। বাংলা সেফ না হলে কী এসব করতে পারতেন? যে সব রাজ্যে ক্ষমতায় রয়েছেন, সেখানে কী হচ্ছে?”

একইসঙ্গে বিজেপিকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, “ওদের মধ্যে কোনও পজিটিভিটি নেই। সারাক্ষণ নেগেটিভ ভাবনা। আমি বলব—‘বি পজিটিভ, থিঙ্ক পজিটিভ, স্পিক পজিটিভ’। পজিটিভিটি যার মধ্যে নেই, সে কখনও ভাল মানুষ হতে পারে না।”

বক্তৃতার শেষদিকে মমতা তীব্র আক্রমণ করেন বিজেপির ধর্ম-রাজনীতি নিয়েও। প্রশ্ন ছুড়লেন, “বেদ কোনও দিন পড়েছো? তোমাদের ধর্ম হল ধর্মকে গুলিয়ে দেওয়ার ধর্ম—‘বির্ধম’। সবকিছুই ভোটের ধর্ম।”

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

From Asha workers to Anganwadis, the state government has taken the initiative to bring smiles to the faces of every health and social service worker in the state. Read Next

আশাকর্মী-অঙ্গনওয়াড়িদে...