You will be redirected to an external website

বীরভূমে 'কেষ্ট' -তেই ভরসা মমতার! পদ পেলন অনুব্রত মন্ডল

Mamata relies on 'Keshta' in Birbhum! Anubrata Mandal gets the post

অনুব্রত মন্ডল

বীরভূমের রাজনীতিতে বড় চমক। নির্বাচনের আগে কেষ্টর উপরেই ভরসা রাখলেন তৃণমূল সুপ্রিমো।  বীরভূমের কোর কমিটির কনভেনর অর্থাৎ আহ্বায়ক করা হল অনুব্রত মন্ডলকে। সোমবার রাঙাবিতানে কোর কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকের পরেই এই খবর প্রকাশ্যে এসেছে।

‘ভাষা আন্দোলন’-সহ ঠাসা কর্মসূচি নিয়ে বর্তমানে বীরভূমে রয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্যায়। সোমবার বিকেলে কোর কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন তিনি। সেখানে ছিলেন অনুব্রত মণ্ডল, রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বিধানসভার উপাধ্যক্ষ আশিষ বন্দ্যোপাধ্যায়, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ, তৃণমূল নেতা সুদীপ্ত ঘোষ, বীরভূম সাংসদ শতাব্দী রায়, বোলপুরের সাংসদ অসিত মাল, রাজ্যের পুর ও নগরোন্নয় মন্ত্রী ফিরহাদ হাকিম, রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম।

জানা যাচ্ছে, সেখানেই অনুব্রতকে কনভেনর পদে বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি এক আদিবাসী নেতাকে কোর কমিটিতে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই খবর। যদিও তা ঘোষণা করা হবে কলকাতা থেকে। এদিকে বীরভূমের জেলা সভাপতির পদ এখনও শূন্যই। কোর কমিটির হাতেই বীরভূম পরিচালনার দায়িত্ব ছেড়েছেন দলনেত্রী। এদিনের বৈঠকে ফের তিনি সকলকে একসঙ্গে জোট বেঁধে কাজ করার নির্দেশ দেন বলেই খবর।

প্রসঙ্গত, ২০২২ সালে গরুপাচার মামলায় গ্রেপ্তার হয়েছিলেন বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল। তারপরই কোর কমিটি তৈরি করে বীরভূমের দায়িত্ব সদস্যদের হাতে ছাড়েন দলনেত্রী। তবে তিনি নিজে গোটা বিষয়টা দেখেন। অনুব্রতর জেলমুক্তির পরও কোর কমিটিই চালাচ্ছে কাজ। তবে এলাকায় ফেরার পরই সেই কমিটিতে ঠাঁই পেয়েছিলেন কেষ্ট। এবার কনভেনর পদে তিনি। 

AUTHOR :Express News Desk

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Dilip Ghosh at party meeting in Kharagpur! Controversy again over 'I won't even drink water' remark Read Next

খড়্গপুরে দলের বৈঠকে দি...