১২ পরিবারকে ক্ষতিপূরণ দেবেন মমতা
পুজোর মুখে কলকাতায় অতিবৃষ্টিতে বিদ্যুৎস্পৃষ্টে মৃত (Death due to electrocution) ১২ জনের পরিবারের হাতে ক্ষতিপূরণ তুলে দিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ঠিক হয়েছে, আগামী ১৭ অক্টোবর, বিকেল ৫টায়, কলকাতায় কালীপুজোর উদ্বোধন মঞ্চ থেকেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে দেওয়া হবে দু’লক্ষ টাকা করে রাজ্য সরকারের ক্ষতিপূরণ (Compensation)। সেই সঙ্গে থাকছে কর্মসংস্থানের আশ্বাসও।
বুধবার উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ে মৃতদের পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ইতিমধ্যেই দেওয়া হয়েছে। পাশাপাশি, তাঁদের পরিবারের একজনকে হোমগার্ডের চাকরিও দেওয়া হচ্ছে। ওই বৈঠক থেকেই মুখ্যমন্ত্রী বলেন, "কলকাতায় ফিরে জমা জলে মৃত পরিবারগুলির হাতে ক্ষতিপূরণ তুলে দেওয়া হবে।"
কলকাতায় ১২ জনের মৃত্যু হয়েছিল পুজোর মুখে কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে। জল জমে যাওয়ায় একাধিক জায়গায় বিদ্যুতের খোলা তারে পা দিয়েই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তাঁদের। মুখ্যমন্ত্রী সেই সময়েই স্পষ্ট ভাষায় দায় চাপিয়েছিলেন ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন (CESC)-এর উপর। তিনি বলেছিলেন, ‘‘এই গাফিলতি একান্তই সিইএসসি-র। তাই ক্ষতিপূরণ দিক ওরাই।’’
সে সময় মুখ্যমন্ত্রী এও বলেন, সিইএসসি যদি মৃতদের পরিবারকে চাকরি না দেয়, তবে সেই দায়িত্ব নেবে রাজ্য সরকার। কী ধরনের চাকরি মিলতে পারে, তাও খোলাখুলি বলেছিলেন মমতা, ‘‘হোমগার্ড বা সিভিক পুলিশের মতো কাজ দেওয়া হবে।’’
পাশাপাশি, তিনি সংস্থার প্রধান সঞ্জীব গোয়েঙ্কার উদ্দেশে ‘অনুরোধ’ রেখেছেন— ‘‘কম করে কম মৃত পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা করে যেন দেওয়া হয়।’’ সেই সঙ্গে রয়েছে রাজ্য সরকারের তরফ থেকে দুই লক্ষ টাকা করে সরাসরি ক্ষতিপূরণ।