মুণ্ডেশ্বরী নদী
স্নান করতে নেমে তলিয়ে গিয়েছিল। বাইশ ঘন্টা পর মুণ্ডেশ্বরী নদী থেকে উদ্ধার হলো যুবকের মৃতদেহ। ঘটনা আরামবাগের হরিণখোলা গ্রাম পঞ্চায়েতে। শোকের ছায়া পরিবারে।
আরামবাগের হরিণখোলা পঞ্চায়েতের দর্জিপতা এলাকার বাসিন্দা কার্তিক কোটাল। শুক্রবার বাড়ির কাছেই মুণ্ডেশ্বরী নদীতে স্নান করতে নেমেছিল ওই যুবক। এরপর আর উঠে আসে নি বলেই দাবি পরিবারের। সময় পেড়িয়ে গেলে দুপুরে পরিবার তার খোঁজ শুরু করে।দুপুর পেরিয়ে বিকালে গোলামীচক এলাকায় ব্রিজের নিচে নদীর পাড়ে যুবকের জুতো ও গেঞ্জি পরে থাকতে দেখা যায়। এর পরেই খবর দেওয়া হয় স্থানীয় পুলিশকে। খবর পেয়ে শুক্রবার বিকাল থেকে রাত পর্যন্ত নদীতে যুবকের খোঁজ চালানো হয়। NDRF ও ডুবুরি নামিয়ে তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। কিন্তু রাতে আবহাওয়া খারাপ থাকায় খোঁজ পাওয়া যায়নি।
তিনটি স্পিড বোর্ড নিয়ে লাগাতার তল্লাশি অভিযান চালাতে থাকে উদ্ধারকারী দল। শনিবার সকাল থেকে ফের শুরু হয় তল্লাশি অভিযান। অবশেষে শনিবার সকালে যুবকের মৃতদেহ উদ্ধার করে উদ্ধারকারী দল। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। নদীর পারেই ভীড় জমায় গোটা এলাকার মানুষ। দেহ পাওয়ার পর থেকেই কান্নায় ভেঙে পরে গোটা পরিবার।