এসআইআরকে স্বাগত জানাল মতুয়া সম্প্রদায়!
আগামিকাল থেকেই রাজ্য জুড়ে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সমীক্ষা— এসআইআর (Special Intensive Revision)। এক মাস ধরে চলবে এই ব্যাপক কর্মযজ্ঞ। সকাল থেকে সন্ধে পর্যন্ত ভোটার তালিকা যাচাই করতে রাজ্যের পথে নামবেন হাজার হাজার বিএলও আধিকারিক (BLO)।
এদিন দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এ ঘোষণা করার পরই অন্যরকম দৃশ্য দেখা গেল মতুয়া অধ্যুষিত (Matua community) এলাকাগুলিতে। বীণাপাণি থেকে ঠাকুরনগর— সর্বত্র ডঙ্কা বাজিয়ে, আলোর মালা জ্বেলে, উল্লাসে ফেটে পড়েছেন মতুয়া সম্প্রদায়ের মানুষজন।
“আমরা ওপার বাংলা থেকে এসেছিলাম ধর্মের টানে, বেঁচে থাকার আশায়। সরকার নিশ্চয়ই আমাদের পাশে থাকবে, তাই ভয় নেই, বরং আনন্দই হচ্ছে,” — বললেন ঠাকুরনগরের এক মতুয়া পরিবার।
তাঁদের অনেকেরই স্মৃতিতে আজও তাজা নাগরিকত্ব আন্দোলনের দিনগুলি। সেই অনিশ্চয়তার ছায়া যেন আজ খানিকটা কেটে যাচ্ছে।
রাজ্য সরকার ইতিমধ্যেই জানিয়েছে, নির্বাচন কমিশনের নির্দেশ মেনে এসআইআরের কাজে তারা পূর্ণ সহযোগিতা করবে। প্রশাসনের তরফে বার্তা— এই প্রক্রিয়া নিছক যাচাই নয়, বরং প্রতিটি প্রকৃত ভোটারকে তালিকায় অন্তর্ভুক্ত করার উদ্যোগ।
মতুয়া সমাজে তাই আজ নতুন আশার সুর। ডঙ্কার ছন্দে বাজছে বিশ্বাসের সঙ্গীত, “এই বাংলার মাটিতে আমরা আছি, থাকব।”
ইতিমধ্যে সামনে এসেছে কমিশনের এসআইআর সংক্রান্ত দিনলিপি। ৪ নভেম্বর থেকে বাড়ি-বাড়ি যাচাই অভিযান শুরু। ৯ ডিসেম্বর প্রকাশ পাবে খসড়া ভোটার তালিকা। ৮ জানুয়ারি অভিযোগ জানানোর শেষ তারিখ। ৩১ জানুয়ারির মধ্যে শেষ হবে পুরো প্রক্রিয়া। ৭ ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা।