বড়দিনের পার্টিতে নলেন গুড়ের ব্রাউনি দিয়েই মিষ্টিমুখ! অতিথিদের মন জিততে জেনে নিন সহজ রেসিপি |
দুর্ঘটনায় গুরুতর জখম হয়ে হাসপাতালে মেসির বোন, পিছল জানুয়ারির বিয়ের আয়োজন
দুর্ঘটনায় গুরুতর জখম হয়ে হাসপাতালে মেসির বোন
মেসি পরিবারে ঘোরতর দুঃসংবাদ। মায়ামিতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার পর হাসপাতালে ভর্তি লিওনেল মেসির (Lionel Messi) বোন মারিয়া সোল মেসি (Maria Sol Messi)। যার জেরে নতুন বছরের শুরুতে তাঁর নির্ধারিত বিয়ের অনুষ্ঠান আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে।
দুর্ঘটনার পর শারীরিক অবস্থা
আর্জেন্তিনার একাধিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ৩২ বছর বয়সি মারিয়া সোল মেসি গুরুতর আহত। প্রাথমিক স্ক্যানে মেরুদণ্ডে চোট, গোড়ালি ও কব্জিতে ফ্র্যাকচার এবং পুড়ে যাওয়ার মতো অনেক কিছুই ধরা পড়েছে। সাংবাদিক অ্যাঞ্জেল দে ব্রিতো (Ángel de Brito) আমেরিকা টিভির অনুষ্ঠানে জানান, মেসির মা সেলিয়া কুচ্চিত্তিনির (Celia Cuccittini) সঙ্গে তাঁর কথা হয়েছে। তিনি আশ্বাস দিয়েছেন—মারিয়া সোল এখন বিওন্মুক্ত, তবে সম্পূর্ণ সেরে উঠতে সময় লাগবে।
দে ব্রিতোর কথায়, ‘ও আপাতত নিরাপদ। কিন্তু ৩ জানুয়ারি রোসারিওতে যে বিয়ের কথা ছিল, সেটা আপাতত স্থগিত রাখতে হবে। শরীরের কোনও অংশ পুড়ে গেলে চিকিৎসা সহজ নয়। পাশাপাশি মেরুদণ্ডের চোটের জন্য দীর্ঘ রিহ্যাব দরকার!’ ইতিমধ্যেই রোসারিওতেই পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়েছে।
কীভাবে ঘটল দুর্ঘটনা?
রিপোর্ট অনুযায়ী, মায়ামিতে গাড়ি চালানোর সময় মারিয়া নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা মারেন। দে ব্রিতোর দাবি, দুর্ঘটনার ঠিক আগে তিনি নাকি অজ্ঞান হয়ে পড়েন। কিছু আর্জেন্তিনীয় প্রতিবেদন মতে, একটি পিক-আপ ট্রাক চালাচ্ছিলেন মারিয়া। আবার কোথাও বলা হয়েছে, পুড়ে যাওয়াটা মোটরবাইক দুর্ঘটনার জেরেও হতে পারে। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত সরকারি কোনও নিশ্চিত তথ্য সামনে আসেনি।
পিছল বিয়ের অনুষ্ঠান
আগামী ৩ জানুয়ারি রোসারিওতে মারিয়া সোলের বিয়ে। পাত্র জুলিয়ান আরেয়ানো (Julián Arellano)। যিনি ইন্টার মায়ামি সিএফ-এর (Inter Miami CF) অনূর্ধ্ব-১৯ দলের কোচিং স্টাফের সদস্য। মারিয়া সোল পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত আয়োজন স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত, এই বিয়ে ঘিরে মেসি পরিবারের বড় জমায়েত হওয়ার কথা ছিল। উপস্থিত থাকতেন লিওনেল মেসি ও তাঁর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো (Antonela Roccuzzo)।
এমনিতে ফ্যাশন ডিজাইনার ও উদ্যোক্তা মারিয়া সোল সাধারণত প্রচারের আলো এড়িয়ে চলেন। স্পেনে কিছুদিন থাকার পর আর্জেন্তিনা ফিরে নিজের কাজেই মন দেন। আপাতত পরিবার ও ঘনিষ্ঠদের একটাই কামনা—দ্রুত সুস্থ হয়ে উঠুন মারিয়া, ফিরুন জীবনের স্বাভাবিক ছন্দ।