You will be redirected to an external website

‘ময়দানে নামছি, গুলি চালালে চালান’, মোদীর সভা মঞ্চ থেকে তৃণমূলকে চ্যালেঞ্জ মিঠুনের

Mithun's challenge to the Trinamool from Modi's rally stage.

মোদীর সভা মঞ্চ থেকে তৃণমূলকে চ্যালেঞ্জ মিঠুনের

২৬-এর বিধানসভা ভোটের আগে তৃণমূলের উদ্দেশে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। বড়জোড় ২ থেকে ৩ মিনিটের ভাষণ। তার মধ্যেই উদ্বেল প্রধানমন্ত্রীর দুর্গাপুরের সভাস্থল। শুক্রবার মিঠুন বললেন, ‘বুক চিতিয়ে মাঠে নামব। গুলি চালালে চালান। কিন্তু সামনে থেকে চালাবেন। পিছন থেকে নয়।’

এ দিন মঞ্চ থেকে মিঠুন মূলত বিজেপি কর্মী-সমর্থদের তাতিয়ে দেওয়ার কাজটাই করলেন। স্পষ্ট ভাষায় বললেন, ‘এটাই শেষ লড়াই। জীবন পণ করে লড়তে হবে। আর জিততে হবে। যে ভাবে হোক, জিততে হবে।’ এর পরে দিনক্ষণও ঘোষণা করে দেন তিনি, ‘২৩-২৪ (জুলাই) থেকে মাঠে নামব। আপনাদের সঙ্গে নিয়ে মাঠে নামব। তৈরি থাকুন।’

দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে তুলোধনাও করেন মিঠুন। কিছুটা ব্যঙ্গের সুরেই বলেন, ‘কী বলব, কিছু বলার নেই। তৃণমূল কোনও ফাঁক রাখেনি। ভরপুর দুর্নীতি হয়েছে। কোনও ফাঁক নেই। মা-বোনের অবস্থা নিয়েও কথা বলার কোনও জায়গা নেই।’তবে শুধু তৃণমূল নয়, এ দিন মিঠুনের নিশানায় ছিল রাজ্য পুলিশও। মিঠুনের কথায়, ‘পুলিশকে নিরপেক্ষ পওয়ার কথা বলুন। পুলিশ নিরপেক্ষ হলে বিজেপি কী করতে পারে দেখিয়ে দেব।’ এর পরেই চ্যালেঞ্জের সুরে বলে দেন, ‘ময়দানে নামব। বুক চিতিয়ে নামব। গুলি চালালে চালান। কিন্তু সামনে থেকে চালাবেন। পিছন থেকে নয়।’

AUTHOR :Rima Ghatak

I am Rima Banerjee. I have completed my graduation in Mass Communication frome Kazi Nazrul University.last 3yrs i am Working as a content writer at Express news.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Why is Kunal Ghosh holding fish fry at the press conference to respond to PM Modi Read Next

মোদীকে জবাব দিতে সাংবাদ...