You will be redirected to an external website

'মার খেয়ে বাড়ি আসবেন না', বুথ স্তরের বিজেপি কর্মীদের পাল্টা মারের দাওয়াই মিঠুনের

'Don't come home after being beaten', Mithun warns booth-level BJP workers to fight back

আরামবাগে মিঠুন চক্রোবর্তী

ছাব্বিশের বিধানসভা ভোট নিয়ে বৃহস্পতিবার ভবিষ্যদ্বাণী করেছিলেন। ২৪ ঘণ্টার ব্যবধানে এবার দলের কর্মীদের সরাসরি লড়াইয়ের বার্তা দিলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। বুথ স্তরের কর্মীদের হুঁশিয়ারি দিয়ে জানালেন, রাজনীতির মাঠে মাটি কামড়ে পড়ে থাকতে হবে, নাহলে হার অনিবার্য।

বৃহস্পতিবার হুগলির আরামবাগের দৌলতপুরে বিজেপির জেলা কার্যালয়ে দুটি বিধানসভা কেন্দ্র—আরামবাগ ও গোঘাট—নিয়ে যৌথ কর্মী সম্মেলনে হাজির ছিলেন ‘মহাগুরু’। সেখানেই বিজেপি কর্মীদের উদ্দেশে তাঁর সরাসরি বার্তা, "মার খেয়ে বাড়ি ফিরবেন না, পাল্টা মার দিন।" বললেন, "চুপ করে মার খেলে চলবে না। পাল্টা মারতে হবে। মাঠে নামলে মার খাওয়ার ভয় নিয়ে নামা যাবে না।"

বুথ স্তরে কর্মীদের সক্রিয়তা বাড়ানোর পাশাপাশি, মাটি কামড়ে পড়ে থাকার বার্তাও দেন ‘মহাগুরু’। শুধু তাই নয়, দলের অন্দরেও অসন্তোষ থাকলে সরাসরি তাঁকে জানানোর নির্দেশ দেন তিনি। কর্মীদের হাতে নিজের হোয়াটসঅ্যাপ নম্বর বিলি করেন মিঠুন।

এর আগের দিন কলকাতার সাংবাদিক বৈঠকে মিঠুন দাবি করেছিলেন, “ভুয়ো ভোটার বাদ দিলে আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল ৭০টি আসনও পাবে না। বাংলায় অনুপ্রবেশকারীর সংখ্যা সবচেয়ে বেশি। সেটা শাসক দলের প্রশ্রয়েই।”

তিনি বলেন, ভোটার তালিকায় অনুপ্রবেশকারীদের নাম রয়েছে, এবং এই ভুয়ো ভোটারেরাই নির্বাচনে বড় ফারাক গড়ে দিচ্ছে। তৃণমূলের পতন অনিবার্য, বলেই দাবি করেছিলেন তিনি। এবার কর্মীদের মাঠে, ময়দানে নেমে লড়াইয়ের বার্তা দিলেন। 

AUTHOR :Sukanya Majumder

Sukanya Majumdar is a Copywriter and Social Media Desk Personnel at Express News. She holds a Bachelor's degree in Mass Communication from Burdwan University and a Diploma in Media Science from MAKAUT. Additionally, she has completed practical training in News Reading and Copy Editing from Fox Media School. With a strong foundation in both traditional and digital media, Sukanya brings clarity, creativity, and precision to every piece of content she crafts.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Bengal's name is not on the center's list for 100 days of work! Read Next

১০০ দিনের কাজের টাকা নিয়...