আরামবাগে মিঠুন চক্রোবর্তী
ছাব্বিশের বিধানসভা ভোট নিয়ে বৃহস্পতিবার ভবিষ্যদ্বাণী করেছিলেন। ২৪ ঘণ্টার ব্যবধানে এবার দলের কর্মীদের সরাসরি লড়াইয়ের বার্তা দিলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। বুথ স্তরের কর্মীদের হুঁশিয়ারি দিয়ে জানালেন, রাজনীতির মাঠে মাটি কামড়ে পড়ে থাকতে হবে, নাহলে হার অনিবার্য।
বৃহস্পতিবার হুগলির আরামবাগের দৌলতপুরে বিজেপির জেলা কার্যালয়ে দুটি বিধানসভা কেন্দ্র—আরামবাগ ও গোঘাট—নিয়ে যৌথ কর্মী সম্মেলনে হাজির ছিলেন ‘মহাগুরু’। সেখানেই বিজেপি কর্মীদের উদ্দেশে তাঁর সরাসরি বার্তা, "মার খেয়ে বাড়ি ফিরবেন না, পাল্টা মার দিন।" বললেন, "চুপ করে মার খেলে চলবে না। পাল্টা মারতে হবে। মাঠে নামলে মার খাওয়ার ভয় নিয়ে নামা যাবে না।"
বুথ স্তরে কর্মীদের সক্রিয়তা বাড়ানোর পাশাপাশি, মাটি কামড়ে পড়ে থাকার বার্তাও দেন ‘মহাগুরু’। শুধু তাই নয়, দলের অন্দরেও অসন্তোষ থাকলে সরাসরি তাঁকে জানানোর নির্দেশ দেন তিনি। কর্মীদের হাতে নিজের হোয়াটসঅ্যাপ নম্বর বিলি করেন মিঠুন।
এর আগের দিন কলকাতার সাংবাদিক বৈঠকে মিঠুন দাবি করেছিলেন, “ভুয়ো ভোটার বাদ দিলে আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল ৭০টি আসনও পাবে না। বাংলায় অনুপ্রবেশকারীর সংখ্যা সবচেয়ে বেশি। সেটা শাসক দলের প্রশ্রয়েই।”
তিনি বলেন, ভোটার তালিকায় অনুপ্রবেশকারীদের নাম রয়েছে, এবং এই ভুয়ো ভোটারেরাই নির্বাচনে বড় ফারাক গড়ে দিচ্ছে। তৃণমূলের পতন অনিবার্য, বলেই দাবি করেছিলেন তিনি। এবার কর্মীদের মাঠে, ময়দানে নেমে লড়াইয়ের বার্তা দিলেন।