You will be redirected to an external website

দল পাশে নেই, দীর্ঘ কারাবাস শেষ করে ‘জনবাক্স’ নিয়ে জনতা জনার্দনের কাছে বিধায়ক পার্থ

Former state education minister and one-time Trinamool general secretary Partha Chatterjee has been released on bail after serving a three-year and three-month jail term.

তৃণমূলের একদা মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়

তিন বছর সড়ে তিন মাসের দীর্ঘ কারাবাস শেষ করে জামিনে মুক্ত হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী ও তৃণমূলের একদা মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। মুক্তি পেয়ে তিনি ফিরে এসেছেন নিজের পুরনো রাজনৈতিক কেন্দ্র বেহালা পশ্চিমে (Behala News)। কিন্তু এই ফিরে আসা অনেকটাই নিঃসঙ্গ। দল (TMC) তাঁর পাশে দাঁড়ায়নি। তাই এবার পার্থর লক্ষ্য— সরাসরি মানুষের আদালতে নিজের গ্রহণযোগ্যতার পরীক্ষা দেওয়া।

বেহালা পশ্চিমের যে পার্টি অফিস এক সময় পার্থর রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র ছিল, তাঁর গ্রেফতারের পর সেটি তালাবন্ধ হয়ে পড়েছিল। অস্থায়ী ঘরটি পর্যন্ত ভেঙে ফেলা হয়। সেই পরিত্যক্ত অফিসের সামনেই এখন নতুন সাজে শুরু হচ্ছে পার্থর জনসংযোগ। তৈরি হয়েছে একটি ‘জনবাক্স’, যেখানে কেন্দ্রের ভোটাররা জনমত, অভিযোগ ও পরামর্শ জানাতে পারবেন।

ইতিমধ্যেই তাঁর অনুগামীরা এলাকায় লিফলেট বিলি শুরু করেছেন। সেখানে পার্থর স্পষ্ট বক্তব্য, “আমি কার কাছ থেকে চাকরির বদলে টাকা নিয়েছি? প্রমাণ নিয়ে আসুন। কেউ যদি আমার নামে টাকা নিয়ে থাকে, তাও জানান। ব্যবস্থা নেব আমি।”

টাকা উদ্ধারের পর পার্থর বান্ধবী অর্পিতাকে নিয়েও কম কথা হয়নি। বিড়ম্বনা এড়াতে তৃণমূলও দূরত্ব বাড়িয়েছে। জামিনে ছাড়া পেয়ে দ্য ওয়ালকে সাক্ষাৎকার দিয়েছিলেন পার্থ। তাতে তিনি বারবার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কের কথা তুলেছেন। স্ত্রী বিয়োগের পর অর্পিতা কীভাবে তাঁর জীবনের শূন্যতা পূরণ করে দিয়েছেন, তা তুলে ধরেছেন। এও বলেছেন, ‘অর্পিতা ছিল আছে থাকবে’। অর্পিতা ওড়িয়া চলচ্চিত্রের এক নম্বর নায়িকা ছিলেন বলে দাবি করে গর্ব-গর্ব মুখে পার্থ এও জানিয়েছেন, এই সম্পর্ককে তিনি কখনওই অস্বীকার করবেন না।

শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় জামিন পেলেও পার্থ চট্টোপাধ্যায়ের এখনও ক্লিনচিট মেলেনি। অভিযোগ আদালতের বিচারাধীন। এই কারণেই তৃণমূলের সঙ্গে তাঁর দূরত্ব স্পষ্ট— এমনটাই সূত্রের দাবি। ফলে দলীয় আশ্রয় না পেয়ে প্রাক্তন মন্ত্রী এবার ভরসা রাখছেন ‘জনতার আদালত’-এ।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

The focus of Bihar politics is no longer the assembly, but Lalu Prasad Yadav's family. RJD's infighting intensified on Sunday. Read Next

ফাটল বাড়ছে যাদব পরিবার...