খুদেদের সঙ্গে রাখি উৎসবে মাতলেন মোদি
শনিবার দেশজুড়ে পালিত হল রাখি বন্ধন উৎসব। ভাই ও বোনের এই প্রীতিবন্ধন উৎসব অনুষ্ঠিত হল প্রধানমন্ত্রীর বাসভবনেও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রাখি পরালেন বিভিন্ন স্কুলের ছাত্রীরা।শনিবার সকালে দেশবাসীকে রাখি বন্ধন উৎসবের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী মোদি। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "রাখী বন্ধনের উপলক্ষে বিশেষ শুভেচ্ছা।"এদিন রাজধানীতে রাষ্ট্রপতি ভবনেও ছিল উৎসবের ঝলমলে আমেজ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একাধিক স্কুলের খুদে ছাত্রদের রাখি পরালেন।
দিল্লিতে কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলকে রাখি পড়ালেন ব্রহ্মকুমারীরা।রাখি বন্ধন উৎসব পালিত হল জব্বলপুরেও। ভারতীয় সেনার বীর জওয়ানদের রাখি পরালেন গর্বিত বোনেরা।অমৃতসরে আটারি-ওয়াঘা সীমান্তে ভারতীয় সীমান্ত বাহিনীর জওয়ানদের রাখি পরালেন পাঞ্জাবের মন্ত্রী লক্ষ্মী কান্ত চাওলা।পাটনাতেও হইহই করে পালিত হল রাখি বন্ধন উৎসব। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে রাখি পরালেন প্রবীণা।