You will be redirected to an external website

‘মোদি দারুণ নেতা’, প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প, বাণিজ্যচুক্তি নিয়ে বড় ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের

US President Donald Trump has heaped praise on Prime Minister Narendra Modi, amid a trade spat between the two countries over the lack of a trade deal and subsequent tariffs.

প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প

বাণিজ্যচুক্তি না হওয়া এবং পরবর্তীকালে শুল্কবাণের জেরে দু’দেশের সম্পর্কে ভাটা পড়েছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রশংসায় ভরিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর কথায়, “মোদি একজন দারুণ নেতা।” একইসঙ্গে বাণিজ্যচুক্তি নিয়েও বড় ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

বুধবার সুইৎজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দিয়েছিলেন ট্রাম্প। সেখানে বক্তৃতা করতে গিয়ে তিনি বলেন, “মোদির সঙ্গে আমার সম্পর্ক সুমধুর। তাঁর প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে। মোদি দারুণ একজন নেতা। শীঘ্রই আমরা ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তি করতে চলেছি।” বলে রাখা ভালো, এর আগেও একাধিকবার মোদির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ট্রাম্প। কিন্তু বর্তমান পরিস্থিতি একটু ভিন্ন। কারণ, ইতিমধ্যেই ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্যচুক্তির বার্তা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। প্রধানমন্ত্রীর আমন্ত্রণে কয়েকদিন আগামী ২৫ তারিখ ভারত সফরে আসবেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্তোনিও কোস্টা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন। তাই ওয়াকিবহাল মহলের মতে, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের বাণিজ্যচুক্তি হওয়ার আগেই নিজের দেশের সঙ্গে ভারতের বাণিজ্যচুক্তি সেড়ে ফেলতে চাইছেন ট্রাম্প।

প্রসঙ্গত, মার্কিন কর্পোরেট সংস্থাগুলির চাপে কৃষিপণ্য, মৎস্য এবং ডেয়ারি পণ্যের ভারতীয় বাজার উন্মুক্ত করতে চায় আমেরিকা। সেই শর্তে রাজি নয় ভারত। তার ফলেই আটকে রয়েছে ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি। উল্লেখ্য, ব্রিটেনের সঙ্গে বাণিজ্যচুক্তিতেও এই তিনটি ক্ষেত্রের বাজার খোলেনি ভারত। তার কারণ, এই তিন ক্ষেত্রে ভারত নিজের বাজার খুলে দিলে প্রবল সমস্যায় পড়বেন দেশের কৃষকরা। যেহেতু আমেরিকার এই প্রস্তাবে ভারত রাজি নয়, তাই বাণিজ্যচুক্তি বিশ বাঁও জলে। তবে ট্রাম্পের নয়া বার্তায় ফের আশার আলো দেখছেন অনেকে।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

The concerned slave community is realizing how futile the Centre's assurance to save the tea industry and Prime Minister Narendra Modi's words of support at the tea association meeting are. Read Next

চা বলয়ে সহায়তার বাণীই সা...