গুরুত্ব বাড়ছে ইস্টার্ন কমান্ডের
আগামী ১৫ সেপ্টেম্বর কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তবে প্রচলিত কোনও সরকারি বা দলীয় কর্মসূচিতে অংশ নিতে আসছেন না প্রধানমন্ত্রী। ওই ফোর্ট উইলিয়াম অর্থাৎ পূর্বাঞ্চলীয় সেনা সদরে দেশের প্রতিরক্ষা ব্যবস্থার পর্যালেচনায় বৈঠকে অংশ নেবেন তিনি। বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, সেনাধ্যক্ষ অনিল চৌহান ছাড়াও তিন বাহিনীর প্রধান উপস্থিত থাকবেন।
সাম্প্রতিক অতীতে ভারতের প্রধানমন্ত্রীর কললকাতায় ফোর্ট উইলিয়ামে (Ford William) এসে নিরাপত্তা নিয়ে বৈঠকের নজির নেই। দুটি কারণে এই বৈঠককে বিশেষ গুরুত্ব দিচ্ছেন নিরাপত্তা উপদেষ্টারা। এক. পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুরের Operation Sindoor) পর প্রতিরক্ষা বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের জন্য কলকাতাকে বেছে নেওয়া হয়েছে ইস্টার্ন কমান্ডের (Eastern Command) গুরুত্বের কথা বিবেচনায় রেখে। দুই. বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতার বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে। বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠতার সুযোগ নিয়ে ভবিষ্যতে পাকিস্তান পূর্ব প্রান্তে ভারতের উপর হামলা চালাতে পারে। প্রধানমন্ত্রীর কলকাতায় এসে বৈঠককে ইস্টার্ন কমান্ডের গুরুত্ব বৃদ্ধির বার্তা হিসাবে দেখছে ওয়াকিবহাল মহল। সামরিক কর্তাদের বৈঠক চলবে দু'দিন।
১৫ ও ১৬ সেপ্টেম্বর কলকাতায় সেনার পূর্বাঞ্চলীয় সেনা সদরে কম্বাইন্ড কমান্ড কনফারেন্সের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বৈঠকে তিন বাহিনীর সমন্বয় ছাড়াও আধুনিক যুদ্ধ প্রযুক্তি ব্যবহার নিয়ে আলোচনা হবে।