You will be redirected to an external website

একুশের মঞ্চে হঠাৎ অসুস্থ সাংসদরা! তড়িঘড়ি নিয়ে যাওয়া হলো SSKM-এ

MPs suddenly fall ill on the Ekushey stage! They are rushed to SSKM

ছবিঃ ইন্টারনেট

২১ জুলাই ধর্মতলায় তৃণমূলের মেগা ইভেন্ট। যেখানে যোগ দিয়েছিলেন দলের সমস্ত জনপ্রতিনিধিরা। কিন্তু আচমকাই বিপত্তী। তীব্র রোদ এবং অস্বস্তিকর গরমের জেরে অসুস্থ হয়ে পড়়েন সাংসদ শত্রুঘ্ন সিনহা, কীর্তি আজাদ, শতাব্দী রায় এবং বিধায়ক মদন মিত্র। তাদের তড়িঘড়ি অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। 

একুশে জুলাই তৃণমূলের শহিদ দিবস দলের কাছে সবচেয়ে গুরুত্বের। আর তাকে গুরুত্ব দিয়ে যে যেখানে থাকেন, সকলেই ধর্মতলার এই মঞ্চে যোগদান করতে চলে আসেন।  তাছাড়া এই  মঞ্চ থেকে আগামী দিনে লড়াইয়ের দিকনির্দেশ করে থাকেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাই একুশের সমাবেশ নানাদিক থেকে গুরুত্বপূর্ণ দলের প্রত্যেক নেতা, কর্মী, সমর্থকের কাছে। সে করাণেই সমস্ত জেলার প্রতিনিধিরা হাজির হয়েছিলেন শহিদ মঞ্চে।

এদিন শহিদ মঞ্চে একে একে জনপ্রতিনিধিরা বক্তব্য রাখেন। এবং সবার শেষে একুশের প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার বক্তবের শেষে দিকে সেসময়ই হঠাৎ অসুস্থ বোধ করতে থাকে শতাব্দী, মদন মিত্র, কীর্তি আজাদ, শত্রুঘ্ন সিনহারা। সঙ্গে সঙ্গে তাঁদের মঞ্চ থেকে সরিয়ে নেওয়া হয়। প্রতি বছরই মঞ্চের কাছাকাছি মেডিক্যাল ক্যাম্প থাকে। এবারও ছিল। তবে সাংসদদের সোজা নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর জানা যায়, প্রবল রোদ আর গরমের জেরেই এই অসুস্থতা। বর্তমানে সকলের অবস্থা স্থিতিশীল। আরও জানা গিয়েছে, মদন মিত্র এখনও হাসপাতালে ভর্তি।  

AUTHOR :Sukanya Majumder

Sukanya Majumdar is a Copywriter and Social Media Desk Personnel at Express News. She holds a Bachelor's degree in Mass Communication from Burdwan University and a Diploma in Media Science from MAKAUT. Additionally, she has completed practical training in News Reading and Copy Editing from Fox Media School. With a strong foundation in both traditional and digital media, Sukanya brings clarity, creativity, and precision to every piece of content she crafts.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

6 arrested in Jaipur for cheating by opening fake company in the name of job Read Next

ভুয়ো সংস্থা খুলে চাকরির ...