You will be redirected to an external website

রাজনৈতিক আক্রোশের জেরেই 'খুন'? মল্লারপুরে তৃণমূলের নেতা মৃত্যুতে ক্রমশ্য ঘনাচ্ছে রহস্য

'Murder' due to political anger? Mystery deepens in Trinamool leader's death in Mallarpur

প্রতিকী ছবি

তৃণমূলের শহিদ দিবসের আগে বীরভূমে বোমাবাজীতে মৃত্যু তৃণমূল নেতার। অভিযোগ চায়ের দোকানে বোমাবাজী হয়। আর তাতেই মৃত্যু হয় বাইতুল্লা শেখ নামের এক ব্যক্তির। এরপরই উত্তেজিত হয়ে ওঠে গোটা এলাকা। তবে কে বা কারা এই ঘটনা ঘটালো তা নিয়ে স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি।  শনিবার রাতের এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে মল্লারপুরের বিষিয়াগ্রামে। এরপর রাতভর তল্লাশি চালিয়ে একজনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাইতুল্লা শেলজ এলাকায় যথেষ্ট পরিচিত মুখ ছিলেন। তাঁর স্ত্রী বর্তমানে স্থানীয় পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ পদে ছিলেন। বিষিয়াগ্রামে ওই তৃণমূল নেতার যথেষ্ট প্রভাব ছিল। এদিন রাত আটটা নাগাদ এলাকারই একটি চায়ের দোকানে দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে বসে কথা বলছিলেন। অভিযোগ, আশপাশ থেকে বেশ কয়েকজন ওই দোকান ঘিরে ফেলেন। ওই তৃণমূল নেতাকে লক্ষ্য করে পরপর তিনটি বোমা মারা হয়। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসরকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। 

এই ঘটনার পর শনিবার রাতেই বিশাল বাহিনীকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যান জেলা পুলিশ সুপার আমনদীপ। একাধিক জায়গায় তল্লাশি চালানো হয়। তারপর রাতেই একজনকে আটক করা হয়। বর্তমানে তাঁকে জিজ্ঞাসাবাদ কর হচ্ছে। সূত্রের খবর, আরও কয়েকজনের উপর নজর রাখছেন তদন্তকারীরা। তাঁদেরও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে খবর। ঘটনার আসল কারণ জানার চেষ্টা চলছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। এই ঘটনার পিছনে রাজনৈতিক কারণ রয়েছে নাকি, ব্যক্তিগত শত্রুতার জেরে এমন ঘটনা ঘটানো হয়েছে তাও জানার চেষ্টা চলছে।

AUTHOR :Sukanya Majumder

Sukanya Majumdar is a Copywriter and Social Media Desk Personnel at Express News. She holds a Bachelor's degree in Mass Communication from Burdwan University and a Diploma in Media Science from MAKAUT. Additionally, she has completed practical training in News Reading and Copy Editing from Fox Media School. With a strong foundation in both traditional and digital media, Sukanya brings clarity, creativity, and precision to every piece of content she crafts.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Trinamool workers' organization holds huge march in support of Martyrs' Day Read Next

শহিদ দিবসের সমর্থনে তৃণ...