দুর্গাপুজোর আগেই লক্ষ্মীলাভ! জালে উঠল ৫০টি নড়ে ভোলা, দর উঠল সাড়ে ৪ লক্ষ টাকা |
এখনও বন্ধ জাতীয় সড়ক, হাজার টন আপেল ট্রাকেই পচছে, ক্রমশ ক্ষতির মুখে পড়ছে কাশ্মীরের অর্থনীতি
ক্রমশ ক্ষতির মুখে পড়ছে কাশ্মীরের অর্থনীতি
শ্রীনগর-জম্মু জাতীয় সড়ক (Srinagar Jammu national highway) বন্ধ হয়ে পড়ায় হাজার হাজার টন আপেল ট্রাকে থেকেই পচে যাচ্ছে (tonnes of apples rotting on Kashmir road)। গত ২০ দিন ধরে এই গুরুত্বপূর্ণ সড়কটি চালু না হওয়ায় ক্ষুব্ধ কৃষকরা রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হয়েছেন।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ট্রাকভর্তি পচা আপেল (Kashmir apples) ফেলে দেওয়ার ছবি ও ভিডিও। এতেই স্পষ্ট, সড়ক বন্ধের ফলে সাধারণ কৃষকদের ক্ষতি কতটা মারাত্মক আকার নিয়েছে (apple farmers protest)।
কাশ্মীরি কৃষকদের ভরসার স্থান এই আপেল চাষ
ভারতের মোট আপেল উৎপাদনের প্রায় ৮০ শতাংশই আসে কাশ্মীর থেকে। ফলে দীর্ঘ সময় সড়ক বন্ধ থাকায় শুধু সরবরাহ ব্যবস্থা নয়, কৃষকদের জীবিকাও ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
হর্টিকালচার বা উদ্যানপালন কাশ্মীরের গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ড। সারা বছর কৃষকরা বাগানে পরিশ্রম করে থাকেন, ভাল ফসল তুলতে তার পিছনে শ্রম-অর্থ খরচ করেন। এ বছর আবহাওয়ার বিরূপ প্রভাবে ফসল এমনিতেই ক্ষতিগ্রস্ত হয়েছিল। তার ওপর এবার পরিবহণ বন্ধ হয়ে ফসল পৌঁছতে না পারায় সাধারণ কৃষকদের ক্ষতি হয়েছে দ্বিগুণ।
গত দু’দিন ধরে কাশ্মীরের সমস্ত আড়ত বন্ধ রয়েছে। রাস্তায় পচতে থাকা ফল দেখে আপেল চাষিরা বিক্ষোভে নেমেছেন।
কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা জাতীয় সড়ক ২০ দিন ধরে বন্ধ থাকার বিষয়টিকে ‘ব্যর্থতা’ বলে মন্তব্য করেছেন। তিনি কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতিন গড়কড়ির সঙ্গে কথা বলেছেন। গড়কড়ি আশ্বাস দিয়েছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই সমস্যার সমাধানে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হবে।
কীভাবে ভেঙে পড়ল জাতীয় সড়ক?
গত মাসের ভারী বৃষ্টি ও মেঘভাঙা অবস্থায় শ্রীনগর-জম্মু সড়কের একাধিক জায়গায় ভয়াবহ ক্ষতি হয়েছে। বিশেষত উদমপুরের কাছে প্রায় ৩০০ মিটার রাস্তা সম্পূর্ণ ভেসে গেছে। তার পরে বিশাল তুষারধস ওই এলাকার পরিস্থিতি করুণ করে তুলেছে।