হিন্দু নন, তিরুপতি মন্দির থেকে ছাঁটাই চার কর্মী
হিন্দু নন, তাই তিরুপতি মন্দির থেকে ছাঁটাই চার কর্মী। তিরুমালা তিরুপতি দেবস্থানম (টিটিডি) এই সিদ্ধান্ত নিয়েছে। টিটিডি জানিয়েছে, ওই কর্মীরা হিন্দু নন। যা দেবস্থানমের আচরণবিধির সরাসরি লঙ্ঘন। মন্দিরের নিয়ম অনুযায়ী, টিটিডি-তে কর্মরত প্রত্যেক কর্মীকে হিন্দু ধর্মের রীতি-নীতি মেনে চলতে হবে। অ-হিন্দুরা এখানে কাজ করতে পারবেন না।
ঘটনা প্রসঙ্গে তিরুপতি মন্দিরের পক্ষ থেকে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘অভ্যন্তরীণ তদন্তের পরে সব দিক খতিয়ে দেখে নিয়ম অনুযায়ী পদক্ষেপ করা হয়েছে। চার কর্মীকে বরখাস্ত করেছে টিটিডি।’
২০০৭ সাল থেকে শুধু মাত্র হিন্দু কর্মীদের নিয়োগ করার নিয়ম চালু করেছে টিটিডি। কিন্তু এখনও অনেক অ-হিন্দু কর্মীই কাজ করেন এই মন্দিরে। তাঁদেরই একে একে ছাঁটাই করা হচ্ছে। এমনটাই জানালেন টিটিডি-এর বোর্ড সদস্য ও বিজেপি নেতা ভানু প্রকাশ। তাঁর কথায়, ‘যতদিন না শেষ অ-হিন্দু কর্মীকে বরখাস্ত করা হচ্ছে, ততদিন আমাদের লড়াই চলবে।’ জানা গিয়েছে, তিরুপতির অ-হিন্দু কর্মীদের হয় সরকারি কোনও বিভাগে ট্রান্সফার করা হবে। নয়তো নিতে হবে স্বেচ্ছাবসর।
প্রসঙ্গত, এর আগে জুলাই মাসে টিটিডি-এর অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসারকে অন্য ধর্ম পালনের অভিযোগে বরখাস্ত করা হয়েছিল। ফেব্রুয়ারিতে ছাঁটাই করা হয়েছিল ১৮ জন অ-হিন্দু কর্মীকে। অভিযোগ, তাঁরা হিন্দু ধর্ম পালনের শপথ নেওয়ার পরেও অন্য ধর্ম পালন করতেন।