You will be redirected to an external website

'২১ তারিখ তো এখনও যায়নি…২১ শে জুলাই দিলীপ ঘোষ কী করবেন জানালেন নিজেই

On July 21, Dilip Ghosh himself announced what he would do.

২১ শে জুলাই দিলীপ ঘোষ কী করবেন জানালেন নিজেই

 বরাবরই একুশে জুলাইয়ের দিন রাজ্য-রাজনীতির নজর থাকে ধর্মতলায় তৃণমূলের শহিদ সমাবেশের দিকে। এবার ময়দানে বিজেপিও। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে হচ্ছে উত্তরে উত্তরকণ্যা অভিযান। তবে শুধু উত্তর নয়, খড়গপুরে আবার বিজেপি নেতা দিলীপ ঘোষ পৃথক কর্মসূচির ডাক দিয়েছেন।

দিলীপবাবু আগেই জানিয়েছিলেন ২১ তারিখ তিনি চমক দেবেন। প্রথমে রাজনীতির অলিগলিতে জল্পনা ছড়িয়েছিল তবে কি ধর্মতলায় যেতে পারেন এই বিজেপি নেতা? তবে প্রাক্তন এই সাংসদ জানালেন তেমনটা নয়। উল্টে তিনিও কর্মসূচির ডাক দিলেন। তিনিও শহিদ দিবস পালন করবেন বলে জানালেন। কেন এই শহিদ দিবস?

দিলীপ ঘোষ বলেছেন, তৃণমূল কংগ্রেসের জন্যও বিজেপি ২৫০-র বেশি কর্মীর মৃত্যু হয়েছে। তাঁদের শ্রদ্ধাঞ্জলি দেবেন তিনি। সেই কারণেই এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। বিজেপি নেতা বলেন, “২১ তারিখে কর্মসূচি আছে আমাদের। খড়গপুরে সভা করার কথা আছে। সেখানে কর্মরা আসবেন। যাঁরা তৃণমূলের হিংসার বলি হয়েছেন তাঁদের এই শ্রদ্ধাঞ্জলী দেওয়া হবে।” তবে এই চমক দেওয়ার কথাই কি বলেছিলেন দিলীপ? এ দিন সাংবাদিকরা এই প্রশ্ন করলে তিনি বলেন, “২১ তারিখ তো এখনও যায়নি…।” মানে চমক যে এখনও যায়নি সেইটাই বোঝাতে চাইলেন।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

The Chief Minister was on the stage to inspect the last-minute preparations! He inspected the preparations in detail Read Next

শেষ মুহূর্তের প্রস্তুতি...