You will be redirected to an external website

২১ জুলাই উত্তরকন্যা যাবেন শুভেন্দু, শর্ত চাপালেও অনুমতি দিল হাইকোর্ট

On July 21, Shuvendu will go to Uttar Kanya, the High Court allowed it even after imposing conditions.

২১ জুলাই উত্তরকন্যা যাবেন শুভেন্দু

আগামী ২১ জুলাই প্রতি বছরের মতোই শহিদ দিবস পালন করবে তৃণমূল কংগ্রেস। আর ওইদিনই উত্তরকণ্যা অভিযানের কথা ঘোষণা করেছে বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির যুবমোর্চার মিছিল হওয়ার কথা। আজ, বৃহস্পতিবার সেই অভিযানে অনুমতি দিল আদালত। শর্তসাপেক্ষে অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট।

এদিকে, বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে ২১ জুলাইয়ের সভা নিয়ে মামলা ছিল এদিন। বিচারপতি সেই সভা নিয়ে কার্যত বিরক্তি প্রকাশ করেছেন বিচারপতি ঘোষ। শর্ত দেওয়ার কথাও বলেছেন। অন্যদিকে, বিজেপি ওইদিনের সভায় অনুমতি পেল এদিন। তিনবাত্তি মোড় থেকে চুনাভাটি মোড় ভিডিওকন গ্রাউন্ড পর্যন্ত মিছিল সেখানে করা যাবে। প্রতিটি গ্রুপে ১০০ জনের বেশি মিছিল করে যাওয়া যাবে না। তবে সভায় ১০,০০০ মানুষ উপস্থিত থাকতে পারবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।

কসবা ল কলেজে গণধর্ষণ-কাণ্ডের প্রতিবাদে ২১ জুলাই উত্তরকন্যা অভিযানের ডাক দেওয়া হয়েছে। ওইদিনই তৃণমূলের শহিদ দিবস পালনের কর্মসূচিও রয়েছে। স্বাভাবিকভাবেই একই দিনের জন্য বিজেপির তরফে কর্মসূচি ঘোষণা হওয়ায় রাজনৈতিক পারদ চড়েছে। কিন্তু এই উত্তরকন্যা অভিযানকে গুরুত্ব না দেওয়ার বার্তা দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

School teacher in court after beating up students for not wanting to go to class Read Next

ক্লাস করতে না চাওয়ায় ছাত...