You will be redirected to an external website

দিদি ১ লক্ষ টাকা অনুদান দিয়েছেন, আর চাঁদা চেয়ে লজ্জা দেবেন না’, বাড়িতে পোস্টার সাঁটালেন মহিলা

The puja committees have received a donation of one lakh rupees each.

চাঁদা দেওয়া হবে না বলে পোস্টার সাঁটালেন মহিলা

 পুজো কমিটিগুলি এক লক্ষ টাকা করে অনুদান পেয়েছে। তাই পূর্ব মেদিনীপুরের মহিষাদলে সরকারি অনুদান প্রাপ্তদের কোনও রকম চাঁদা দেওয়া হবে না বলে পোস্টার সাঁটালেন মহিলা। আর এই পোস্টার পড়ায় রীতিমতো শুরু চাপানউতোর।

পূর্ব মেদিনীপুরের মহিষাদলে পুজো কমিটি গুলির কাছ থেকে চাঁদা না চাওয়ার আবেদন করেছেন এক মহিলা সুজাতা মাইতি। তাঁর দাবি, পুজোয় যেহেতু রাজ্য সরকার ১ লক্ষ ১০ হাজার টাকা অনুদান দিচ্ছে তাই সাধারণ মানুষের কাছে চাঁদা চাওয়ার প্রয়োজন নেই। তিনি আরও বলেন, যাঁরা যোগ্য তাঁরা যদি পাঁচ বছর কোনও নিয়োগ না পেয়ে বসে থাকেন তাহলে কীসের পুজো?

সুজাতা মাইতি বলেন, “দিদি সবাইকে চাঁদা দিয়েছে। তারপরও কেন বাড়িতে চাঁদা চাইতে আসছে? যাঁরা যোগ্য ছাত্র-ছাত্রী আছেন, পড়াশোনার পরও চাকরি পাচ্ছে না। কিন্তু ওই টাকাতেই যদি তাঁদের কাজে লাগায় ভাল হয়। আমাদের বাড়িতে রোজই চাঁদা নিতে আসছে। একটা ক্লাব বলল আবার অনুদান পায়নি। পরে যদিও শুনলাম মিথ্যা কথা বলেছে। প্রতিবছর ২ থেকে আড়াই হাজার টাকা চায়।” উল্লেখ্য, ২০১৮ সাল থেকে শুরু হয়ে অনুদান পর্ব। শুরুর বছর থেকেই প্রবল সমালোচনার মুখে পড়ে তৃণমূল সরকার। প্রশ্ন ওঠে পুজোর জন্য সরকার কেন টাকা দেবে? তবে সে সব তর্ক-বিতর্ক পিছনে রেখেই প্রতি বছর লাফিয়ে লাফিয়ে বাড়ছে অনুদানের অঙ্ক। এবার সেই অঙ্কটাই পৌঁছেছে ১ লক্ষতে।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

The assembly elections are just a few months away. Before that, the Election Commission is busy investigating the names of migrant workers. Read Next

কমিশনের নজরে বাংলার ২২ ল...