You will be redirected to an external website

শীত পড়তেই কমলালেবুর সুঘ্রাণ! নাগপুরের লেবুর দাপট মালদহের বাজারে

The dominance of the away team on the home field! Winter means Darjeeling oranges. But it is still too late for the hill oranges to arrive in the Malda market.

শীত পড়তেই কমলালেবুর সুঘ্রাণ

ঘরের মাঠে বাইরের খেলোয়াড়ের দাপট! শীত মানেই দার্জিলিংয়ের কমলালেবু। কিন্তু পাহাড়ি সেই কমলা মালদহের বাজারে আসতে এখনও অনেক দেরি। সাধারণত ১৫ ডিসেম্বর থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত টানা দু’মাস বাজারে দার্জিলিংয়ের লেবু পাওয়া যায়। কিন্তু শীতের শুরুতেই মালদহের বাজারে দাপট দেখাচ্ছে নাগপুরের কমলালেবু, বিকোচ্ছেও দেদার। দাম কিন্তু কম নয়। প্রতি কেজির দাম ৮০ থেকে ১০০ টাকা। তবু কিনে নিতে কার্পণ্য করছেন না খাদ্যরসিক বাঙালি।

তবে এর উলটোদিকও আছে। না জেনে শীতের এই কমলালেবু কিনে ঠকছেন অনেকে। নাগপুরের লেবুকেই দার্জিলিংয়ের কমলালেবু ভেবে কিনে নিচ্ছেন তাঁরা। যদিও বিক্রেতাদের দাবি, এই কমলা যে দার্জিলিংয়ের নয়, সেটা খদ্দেরদের নিশ্চিত করে বলেই দেওয়া হচ্ছে। যাঁরা কিনছেন তাঁদের কথায়, “দুধের স্বাদ ঘোলে মেটালে ক্ষতি কী? দার্জিলিংয়ের কমলা বাজারে না আসা পর্যন্ত নাগপুরই চলুক।”

মালদহ শহরের উপকণ্ঠে রবীন্দ্রভবনের কাছে ইংলিশবাজার নিয়ন্ত্রিত বাজার সমিতি চত্বরে রয়েছে মূল ফলের আড়ত। সেখান থেকেই ফলমূল পৌঁছে যায় খুচরো ব্যবসায়ীদের কাছে। ফলের আড়তদাররা জানান, দার্জিলিং পাহাড়ের কমলালেবু মালদহের বাজারে আসতে এখনও দেরি আছে। ডিসেম্বর মাসের মাঝামাঝিতে মালদহের বাজারে তার আমদানি হবে। তার আগে নাগপুর থেকে এই লেবুগুলি আনা হচ্ছে।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...